আজকের কৌতুক : ম্যারেজ সার্টিফিকেটের এক্সপায়ার্ড ডেট

কৌতুক এক : ম্যারেজ সার্টিফিকেটের এক্সপায়ার্ড ডেট
স্বামী অনেকক্ষণ ধরে কিছু একটা পড়ছিলেন। এটা দেখে স্ত্রী তার দিকে এগিয়ে গেলেন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
স্ত্রী: এই, তুমি এতক্ষণ ধরে এই কাগজটাতে কী খুঁজছো?
স্বামী: কই! না না, কিছু না।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
স্ত্রী: কিছু না মানে, আমি দেখলাম তুমি এক ঘণ্টা ধরে ম্যারেজ সার্টিফিকেটটা পড়ছ! ব্যাপার কী, বলো তো?
স্বামী: না মানে, আমি এতক্ষণ ধরে দেখছিলাম ম্যারেজ সার্টিফিকেটের কোনো এক্সপায়ার্ড ডেট আছে কি না!
বিজ্ঞাপন
****
কৌতুক দুই : কে সবচেয়ে অলস?
এক সেনা অফিসার ২০ জন সেনাসদস্যের একটি দলের উদ্দেশে বললেন, ‘আমি ঠিক করেছি, তোমাদের মধ্যে সবচেয়ে অলস যে, তাকে সবচেয়ে সহজ কাজটা দেবো। কে সবচেয়ে অলস?
বিজ্ঞাপন
১৯ জন সদস্যই হাত তুললেন। সেনা অফিসার হাত না তোলা সদস্যটিকে জিজ্ঞেস করলেন, ‘তুমি হাত তুলছো না কেন?’
সৈন্য: স্যার, হাত তুলতে কষ্ট হয়।
****
বিজ্ঞাপন
কৌতুক তিন : আয়-ব্যয়
প্রথম বন্ধু: তুই যা আয় করিস তাতে কি তোর চলে?
দ্বিতীয় বন্ধু: যা আয় করি তাতে চলে না, তবে যা ধার করি তাতে চলে যায়।
বিজ্ঞাপন
এইচএন/এমকেএইচ
আরও পড়ুন
বিজ্ঞাপন