ভিডিও EN
  1. Home/
  2. জোকস

আজকের কৌতুক : খবর শুনেই তেরোতলা থেকে লাফ

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:৪৯ এএম, ২৯ মার্চ ২০১৮

কৌতুক- এক : খবর শুনেই তেরোতলা থেকে লাফ
এক লোক তেরোতলা বিল্ডিংয়ে কাজ করছিল। এমন সময় একজন দৌড়ে এসে খবর দিলো-
লোক : জামাল, জামাল তোমার মেয়ে ফাতিমা মারা গেছে।
জামাল : না, এ হতে পারে না।

এরপর চিৎকার দিয়ে তেরোতলা থেকে লাফ দিলো। যখন দশতলা পর্যন্ত এলো, তখন মনে পড়লো- আরে আমার তো ফাতিমা নামে কোনো মেয়ে নাই। যখন পাঁচতলা পর্যন্ত এলো, তখন মনে পড়লো- আরে, আমার তো বিয়েই হয় নাই। যখন মাটিতে পড়বে, তার আগমুহূর্তে মনে পড়লো- শালা আমার নামই তো জামাল না!

> আরও পড়ুন- আজকের কৌতুক : খুব রোমান্টিক পরিবেশ

****

কৌতুক- দুই : মেমসাহেব সাহেবের সঙ্গে ঘুমোচ্ছে
পলাশ রায় তার বউকে ফোন করলো। ফোনটা এক চাকর ধরলো-
চাকর: হ্যালো।
পলাশ : মেমসাহেবকে ফোনটা দে।
চাকর : কিন্তু মেমসাহেব তো সাহেবের সঙ্গে বেডরুমে ঘুমোচ্ছে।
পলাশ : মানে? সাহেব তো আমি।
চাকর : আমি এখন কী করবো?
পলাশ : দু’জনকেই গুলি করে মেরে ফেলো, পাঁচ লাখ টাকা দেবো।

চাকর দু’জনকে গুলি করে মারার পর-
চাকর : সাহেব, লাশ দুইটা এখন কী করবো?
পলাশ : লাশ দু’টা বাড়ির পেছনের সুইমিং পুলে ফেলে দে।
চাকর : কিন্তু সাহেব, বাড়ির পেছনে তো কোনো সুইমিং পুল নেই।
পলাশ : নেই? ওহ সরি, তাহলে রং নম্বর!

> আরও পড়ুন- আজকের কৌতুক : দুধের ডিউটি ভাগ করে দিলো! 

****

কৌতুক- তিন : আমেরিকার মাটিতে পা রেখেছিলাম
পল্টুর মামা আমেরিকা যাওয়ার সময় পল্টুকে জিজ্ঞাসা করলো-
মামা : ভাগ্নে, আমেরিকা থেকে তোর জন্য কী আনবো?
পল্টু : একমুঠো মাটি।
মামা : কী? সবাই মামার কাছে মোবাইল, ঘড়ি, ল্যাপটপ চায়। আর তুই চাস মাটি?
পল্টু : হুম, আমার জন্য মাটিই আনবে। আমি অন্য কিছু চাই না।
মামা : কেন?
পল্টু : কারণ তোমার দেওয়া একমুঠো মাটিতে পা রেখে বলবো, ‘আমিও একদিন আমেরিকার মাটিতে পা রেখেছিলাম।’

এসইউ/আরআইপি

আরও পড়ুন