ভিডিও EN
  1. Home/
  2. জোকস

আজকের কৌতুক : একজন ইতালিয়ান মেয়ে চাই

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:২৩ এএম, ১৫ মার্চ ২০১৮

 

কৌতুক- এক : একজন ইতালিয়ান মেয়ে চাই
স্ত্রী দুই সপ্তাহের জন্য ইতালি যাবেন কোম্পানি ট্রেনিংয়ে। স্বামী তাকে বিমানবন্দরে পৌঁছে দিলেন। পরে শুভযাত্রা কামনা করায় স্ত্রী ধন্যবাদ দিয়ে জিজ্ঞেস করলেন-
স্ত্রী : ইতালি থেকে তোমার জন্য কী আনবো?
স্বামী : একজন ইতালিয়ান মেয়ে।

স্ত্রী কিছু না বলে চলে গেলেন। দুই সপ্তাহ পরে তার স্বামী আসলেন তাকে রিসিভ করতে। তিনি জিজ্ঞেস করলেন- স্বামী : যাত্রা কেমন হলো?
স্ত্রী : চমৎকার। ধন্যবাদ।
স্বামী : আমার উপহারের কী হলো?
স্ত্রী : কোন উপহার?
স্বামী : ওই যে, আমি একটা ইতালিয়ান মেয়ে চেয়েছিলাম।
স্ত্রী : ওহ, ওইটা? আমি তো চেষ্টা করেছি। কিন্তু মেয়ে কিনা তা জানতে নয় মাস অপেক্ষা করতে হবে।

> আরও পড়ুন- আজকের কৌতুক : আমার সঙ্গে টাইম পাস করো? 

****

কৌতুক- দুই : গোসলখানার ছিটকিনিটা নষ্ট
প্রথম বন্ধু : জানিস, আমাদের বাসার সবাই গোসলখানায় গান গায়!
দ্বিতীয় বন্ধু : স-বা-ই?
প্রথম বন্ধু : সবাই, চাকর-বাকর পর্যন্ত।
দ্বিতীয় বন্ধু : তোরা তাহলে সবাই খুব গানের ভক্ত!
প্রথম বন্ধু : দূর, তা নয়, আসলে আমাদের গোসলখানার ছিটকিনিটা নষ্ট তো, তাই।

> আরও পড়ুন- আজকের কৌতুক : আপনার প্রস্রাব টেস্ট করবো 

****

কৌতুক- তিন : কোনো দিন শেষ হবে না
একবার এক মেয়ে আলাদিনের চেরাগ পেল। ঘঁষা দিতেই দৈত্য হাজির। অতঃপর মেয়েটির তিনটি ইচ্ছা–
১ম ইচ্ছা : আমাকে অনেক ধৈর্যশীল করে দাও।
২য় ইচ্ছা : পৃথিবীর যতো প্যাঁচ আর কুটনামি শেখার এবং বোঝার ক্ষমতা দাও।
৩য় ইচ্ছা : এমন কিছু দাও, যা কোনো দিন শেষ হবে না।

অতঃপর দৈত্য তাকে হিন্দি সিরিয়াল ও স্টার জলসা দেখতে বসিয়ে দিলো!

এসইউ/আরআইপি

আরও পড়ুন