আজকের জোকস : কষ্ট করে পুকুর পাড়ে চলেন
কষ্ট করে পুকুর পাড়ে চলেন
দাঁতের চিকিৎসকের কাছে এক মেয়ে এসে বলল-
মেয়ে: ডাক্তার সাহেব, আপনি দাঁত তুলতে পারেন?
চিকিৎসক: হ্যাঁ, পারি।
মেয়ে: তাহলে যে আমার সঙ্গে আমাদের বাড়ি যেতে হবে। আমার দাদির দাঁত তুলতে হবে।
চিকিৎসক: তা যাওয়া যাবে। ফি কিন্তু ডাবল দিতে হবে।
মেয়ে: সেটা সমস্যা না, চলেন আমার সঙ্গে।
চিকিৎসক মেয়েটার বাড়ি গেল। সেখানে গিয়ে মেয়েটার দাদিকে বলল-
চিকিৎসক: দেখি, আপনার কোন দাঁত তুলতে হবে?
দাদি: আমার সঙ্গে একটু কষ্ট করে পুকুর পাড়ে চলেন।
পুকুর পাড়ে গিয়ে দাদি বললেন-
দাদি: আজ গোসল করতে গিয়ে পুকুরে দাঁত পড়ে গেছে। আপনি কষ্ট করে তুলে দেন!
> আরও পড়ুন- আজকের জোকস : মেয়ে মানুষের বাড়ি যাও?
****
উদাস নয়নে তাকিয়ে আছেন
শিক্ষক শ্রেণিকক্ষে সবাইকে ক্রিকেট ম্যাচ নিয়ে রচনা লিখতে দিয়েছেন। সবাই মন দিয়ে লিখে চলছে। ৩-৪ মিনিট পরেই শিক্ষক হঠাৎ দেখেন রন্টি জানালা দিয়ে উদাস নয়নে বাইরের মাঠের দিকে তাকিয়ে আছেন।
শিক্ষক রন্টিকে ঝাড়ি দিয়ে জানতে চাইলেন, ‘এই তুমি লিখছো না কেন?’
রন্টি: স্যার, আমার লেখা হয়ে গেছে!
শিক্ষক: মানে? কই তোমার খাতা দেখি?
রন্টি শিক্ষককে খাতা এগিয়ে দিলো। শিক্ষখ দেখলেন খাতায় লেখা রয়েছে, ‘বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হলো।’
> আরও পড়ুন- আজকের জোকস : বেশিদিন বাঁচার উপায়
****
আপনি জ্ঞানী লোক
একদিন শ্রেণিকক্ষে শিক্ষক তার সোনার আংটিটা একটা গ্লাসের পানিতে ডুবিয়ে ছাত্রকে প্রশ্ন করলেন-
শিক্ষক: বল তো, এই আংটিটাতে মরিচা ধরবে কিনা?
ছাত্র: ধরবে না স্যার।
শিক্ষক: গুড, ভেরি গুড। আচ্ছা বল তো, কেন ধরবে না?
ছাত্র: স্যার, আপনি জ্ঞানী লোক। যদি পানিতে রাখলে মরিচা ধরতো, আপনি কখনই আপনার সোনার আংটি পানিতে রাখতেন না।
এসইউ/আইআই