ভিডিও EN
  1. Home/
  2. জোকস

আজকের কৌতুক : লোভ সামলাতে পারে না

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:৩০ এএম, ০৪ অক্টোবর ২০১৭

কৌতুক- এক : লোভ সামলাতে পারে না
রবিউলের মেয়ে রাতে ঘরে বসে স্কুলের পড়া তৈরি করছে-
মেয়ে : অ-তে অজগরটি আসছে তেড়ে। আ-তে আমটি আমি খাবো পেড়ে।
মা : মেয়েটা পুরো তার বাপের মতো হইছে। দেখছে অজগর আসছে। তারপরও আম খাওয়ার লোভ সামলাতে পারে না।

****

কৌতুক- দুই : লাশ ভাগাভাগি করতাছে
রাতের বেলা মন্টু আর ছন্টু মিলে অনেকগুলো আম চুরি করেছে। কিন্তু এতোগুলো আম কোথায় ভাগাভাগি করবে বুঝতে পারছিল না। তবে সামনেই একটা কবরস্থান ছিল। তারা দেওয়াল টপকে কবরস্থানের ভেতর ঢুকে পড়লো। কিন্তু দেওয়াল পার হওয়ার সময় দু’টি আম ঝাঁকি খেয়ে পড়ে গেল। তারা সেটা তোলার সময় পেলো না।

এক মাতাল সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় শুনতে পেলো-
চোর : এটা তোর, এটা আমার, এটা তোর, এটা আমার!

এ কথা শুনে মাতাল দ্রুত হাঁটা দিলো। সামনেই এক পুলিশের দেখা পেয়ে বলল-
মাতাল : ভাই, কবরস্থানে ভূত আছে। লাশ ভাগাভাগি করতাছে। আরেকটু হইলে আমারেও খাইছিলো। অনেক কষ্টে বাঁইচা আসছি।
পুলিশ : চলেন দেখি, কোথায় ভূত- কোথায় কী!

দু’জনেই কবরস্থানের কাছে পৌঁছে শুনছে- ‘এটা তোর, এটা আমার, এটা তোর, এটা আমার’। পুলিশ তো ভ্যাবাচ্যাকা খেয়ে গেলো। হঠাৎ মন্টু বলে উঠলো-
মন্টু : তাইলে দেওয়ালের ওই পাশের দুইডারে কী করবি?
এ কথা শুনে পুলিশ ও মাতাল অজ্ঞান হয়ে গেলো।

****

কৌতুক- তিন : বিয়ের বয়স এখন
বাবা : পল্টু ঘরে আছিস না কি?
পল্টু : জ্বি বাবা আছি, আসেন।
বাবা : তোর পড়াশোনা কেমন চলছে?
পল্টু : হ্যাঁ, ভালো।
বাবা : তুই এখন কিসে পড়ছিস যেন?
পল্টু : বিবিএ।
বাবা : ভালো ভালো, তো এটার ফুল-মিনিংটা বল দেখি।
পল্টু : বিবিএ এর ফুল-মিনিং হলো, বিয়ের বয়স এখন।

এসইউ/পিআর

আরও পড়ুন