ভিডিও EN
  1. Home/
  2. জোকস

আজকের কৌতুক : গরুই সবচেয়ে চালাক প্রাণি

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:৩৭ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৭

কৌতুক- এক : গরুই সবচেয়ে চালাক প্রাণি
শিক্ষক : এই টুনটুনি, তুই বলতো পৃথিবীতে সবচেয়ে চালাক প্রাণি কোনটি?
টুনটুনি : পৃথিবীতে সবচেয়ে চালাক প্রাণি হচ্ছে গরু।
শিক্ষক : হায় হায়! এটা কেমনে সম্ভব? আচ্ছা, ব্যাখ্যা দে।
টুনটুনি : ব্যাখ্যা তো আরও সহজ। প্রবাদ আছে, ‘অতি চালাকের গলায় দড়ি’। বেশির ভাগ গরুর গলায় দড়ি থাকে। সুতরাং গরুই সবচেয়ে চালাক প্রাণি (প্রমাণিত)

****

কৌতুক- দুই : সোজা কইরা খাড়া করাইছে
ঢাকায় একটি উঁচু বিল্ডিং দেখে দুই পাগলের কথা হচ্ছে-
১ম পাগল : দোস্ত, দেখ কত উঁচা বিল্ডিং এইটা। এতো উঁচায় রং করলো কেমনে?
২য় পাগল : হুর ছাগল, এইটা ব্যাপার নাকি? কাইত কইরা রং করছে, পরে সোজা কইরা খাড়া করাইছে। ১ম পাগল : এই ছোট গেট দিয়া এতো বড় বিল্ডিং ঢুকলো কেমনে?

****

কৌতুক- তিন : ঢাকা কোথায় অবস্থিত
শিক্ষক ছাত্রকে বলছেন-
শিক্ষক : বল তো ছোটন, ঢাকা কোথায় অবস্থিত?
ছোটন : খাটের নিচে স্যার।
শিক্ষক : এসব কী বল?
ছোটন : বাড়ির মালিক যখন ভাড়া চাইতে আসেন, তখন আম্মু বলেন- আব্বু ঢাকা গেছেন। তখন তো আব্বু খাটের নিচে থাকেন।

এসইউ/আরআইপি

আরও পড়ুন