আজকের কৌতুক : ফর্সা করার ক্রিম আছে
কৌতুক- এক : ফর্সা করার ক্রিম আছে
একটি বাচ্চা এসে দোকানদারকে বলল-
বাচ্চা : ফর্সা করার ক্রিম আছে?
দোকানদার : হ্যাঁ, আছে!
বাচ্চা : তাইলে ব্যবহার করিস না কেন, শালা? প্রতিদিন তোরে দেইখা ভয় পাইয়া যাই!
আরও পড়ুন- আজকের কৌতুক : স্বামীর চোখে মরিচের গুড়া
****
কৌতুক- দুই : লেখাপড়া ছাড়া ডিগ্রি
শিক্ষক : লেখাপড়া ছাড়া কখনো ডিগ্রি লাভ করা যায় না।
পল্টু : আমি আপনার সাথে একমত না স্যার।
শিক্ষক : কেন?
পল্টু : স্যার, থার্মোমিটার তো লেখাপড়া জানে না। তাও তো ওর ডিগ্রি আছে।
****
কৌতুক- তিন : এই রিকশা যাবা
জানালা দিয়ে একটি রিকশা দেখা গেল-
বল্টু : এই রিকশা যাবা?
রিকশাওয়ালা : যামু।
বল্টু : তাইলে যাও! দাঁড়াইয়া আছো কেন?
আরও পড়ুন- আজকের কৌতুক : ছেলেদের কোন বিশ্বাস নেই
****
কৌতুক- চার : আরো দুইটা থাপ্পর মারেন
মন্টু আর পিন্টু খুব চাপাবাজ। একদিন তারা ট্রেনে উঠলো, কিন্তু টিকিট কাটলো না। কন্ডাক্টর মন্টুর কাছে এলো-
কন্ডাক্টর : আপনার টিকিট কই?
মন্টু : ভাই টিকিট কিনছিলাম। হারাইয়া গেছে।
এ কথা শুনে কন্ডাক্টর মন্টুকে ঠাস করে দু’টি চড় মেরে পিন্টুর কাছে এলো-
কন্ডাক্টর : আপনার টিকিট দেখান।
পিন্টু : উফ্ফ! ভাই, ওই শালাকে আরো দুইটা থাপ্পর মারেন।
কন্ডাক্টর : কেন?
পিন্টু : আমার টিকিটটাও ওর কাছেই ছিল।
এসইউ/জেআইএম