আজকের কৌতুক : মুন্নীর মা উল্টে শুয়ে আছে
কৌতুক- এক : মুন্নীর মা উল্টে শুয়ে আছে
এক শিক্ষক গ্রামে গিয়ে পড়াচ্ছেন- এ ফর অ্যাপেল, বি ফর বল। কিন্তু কেউ কিছু বুঝতে পারছে না। তখন শিক্ষক চিন্তা-ভাবনা করে অন্য উপায় বের করলেন। তিনি পড়াতে লাগলেন-
এ ফর অপুর মা
বি ফর বল্টুর মা
এম ফর মুন্নীর মা
পি ফর পাপ্পুর মা
টি ফর টুনির মা
কয়েকদিন পর শিক্ষক ভাবলো, এদের পরীক্ষা নেওয়া যাক। শিক্ষক বোর্ডে ‘ডব্লিউ’ লিখে একজনকে জিজ্ঞাসা করলেন-
শিক্ষক : বলো, এটা কী লেখা আছে?
লোক : স্যার, দেখে তো মনে হচ্ছে- মুন্নীর মা উল্টে শুয়ে আছে।
আরও পড়ুন- আজকের কৌতুক : জবানের ঠিক নেই
****
কৌতুক- দুই : পুরান প্রতিশোধ
এক খরগোশ একটি বোমা নিয়ে চিড়িয়াখানায় ঢুকে আওয়াজ দিলো-
খরগোশ : যারা যারা প্রাণে বাঁচতে চাও, তারা তিন মিনিটের মধ্যে এই স্থান ত্যাগ করো। না হলে তিন মিনিট পরে এই বোমা ফেটে সবাই মারা যাবে।
কচ্ছপ : হারামখোর, তুই সরাসরি এইটা কেন বলোছ না যে, তুই আমাকেই মারতে আইছোস।
আরও পড়ুন- আজকের কৌতুক : স্বামী আমাকে মারে
****
কৌতুক- তিন : তুই কত পেয়েছিস
দু’টি বাচ্চা ছেলে কথা বলছে-
১ম বাচ্চা : আচ্ছা, তুই অংকে কত পেয়েছিস?
২য় বাচ্চা : আমি আটানব্বই পেয়েছি।
১ম বাচ্চা : বাহ, ভালো তো।
২য় বাচ্চা : তুই কত পেয়েছিস?
১ম বাচ্চা : আমি ময়দানব্বই পেয়েছি!
এসইউ/জেআইএম