আজকের কৌতুক : উনি কি তোমার স্বামী
কৌতুক- এক : উনি কি তোমার স্বামী
ছেলে : আচ্ছা, কালকে যিনি আমার ফোন রিসিভ করলেন, উনি কি তোমার স্বামী?
মেয়ে : ছি! আপনি এটা বলতে পারলেন! আপনার মুখে বাঁধলো না?
ছেলে : সরি, ভুল হয়ে গিয়েছে। কিছু মনে করো না প্লিজ!
মেয়ে : ইটস ওকে।
ছেলে : আচ্ছা, উনি তাহলে কে ছিলেন?
মেয়ে : আমার ছেলে, ক্লাস টেনে পড়ে।
আরও পড়ুন- আজকের কৌতুক : যুবতী বানানোর মেশিন
****
কৌতুক- দুই : আগুন লাগলে কী করবে
একদিন এক বাবা তার ছেলেকে বলল-
বাবা : কল্পনা কর, তুমি বিশ তলা একটি বাড়ির মধ্যে ১৫ তলায় আছো। এমন সময় বাড়িতে আগুন লাগলো। তখন তুমি কী করবে?
ছেলে : কল্পনা করা বন্ধ করে দেবো।
****
কৌতুক- তিন : আর মারবো না
পল্টু : কি রে, বউয়ের সাথে তোর ঝগড়া মিটমাট হলো?
বল্টু : আমার সামনে এসে হাঁটু গেড়ে বসলো, তারপর সব ঠিকঠাক হয়ে গেল।
পল্টু : কি বলছিস রে ব্যাটা? তোর বউ হাঁটু গেড়ে বসলো?
বল্টু : হাঁটু গেড়ে বসে বলল, ‘খাটের তলা থেকে বেরিয়ে আসো, আর মারবো না!’
আরও পড়ুন- আজকের কৌতুক : বিয়ের আগে মা হয়েছিলাম
****
কৌতুক- চার : পরীক্ষার হলে যা করবেন
কিভাবে পরীক্ষার হলে ৩ ঘণ্টা কাটাবেন-
• নাম, রোল, বিষয়ের নাম ভালোভাবে সুন্দর করে খাতায় লেখা।
• ভালোভাবে চেক করা।
• বিষয়ের নাম ভালোভাবে চেক করা।
• প্রশ্নটা ভালোভাবে পড়া, যদি কোন বানানের ভুল ধরা পড়ে।
• কলমের ব্র্যান্ড দেখা।
• হলে কয়টা ফ্যান আর লাইট আছে গোনা।
• আবার নাম, রোল আর বিষয়ের নাম চেক করা।
• পাশের আঁতেলগুলো কয়টা এক্সট্রা পৃষ্ঠা নেয়, তা গোনা।
• কাল রাতে পড়ে সময় নষ্ট করার জন্য অনুতাপ করা, তার চেয়ে সিনেমা দেখা ভালো ছিল।
• পরের বারের পরীক্ষায় সিরিয়াস হওয়ার জন্য শপথ নেওয়া।
• সবশেষে ১৫ মিনিট আগে খাতা জমা দিয়ে বের হয়ে আসা।
আরও পড়ুন- আজকের কৌতুক : দুই কৃপণের প্রেম
এসইউ/পিআর