ভিডিও EN
  1. Home/
  2. জোকস

আজকের কৌতুক : ফেসবুক হারবাল থেরাপি

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:৩৭ এএম, ০৫ আগস্ট ২০১৭

কৌতুক- এক : ফেসবুক হারবাল নিন
আপনি কি ফেসবুকের স্ট্যাটাস পড়তে দুর্বল?
লাইক দিতে ভয় পান?
কমেন্ট করতে লজ্জা পান?

তাহলে ব্যবহার করুন পাহাড়ি গাছ-গাছড়া থেকে তৈরি ফেসবুক হারবাল। এক ফাইলই যথেষ্ট, মূল্য ৪০ কেবি! বিফলে মূল্য ফেরত! সব চিকিৎসা বার বার, আমাদের চিকিৎসা একবার। কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই।

বি. দ্র : ভিপি ও পার্শ্বেল যোগে ওষুধ পাঠানো হয়। বুকিং দিতে লাইক দিয়ে কমেন্ট করুন।

****

কৌতুক- দুই : তুমি খুশি না কেন
স্বামী-স্ত্রী টিভিতে ক্রিকেট খেলা দেখছে। ব্যাটসম্যান সিক্স মারলে তারা দু’জন খুব খুশি হলো। পরের বলে ব্যাটসম্যান আবার সিক্স মারলো। কিন্তু এবার শুধু স্ত্রী খুশি হলো। তখন স্ত্রী স্বামীকে জিজ্ঞেস করলো-
স্ত্রী : সিক্স মারলো কিন্তু তুমি খুশি না কেন?
স্বামী : আরে পাগলি! পরের বার তো ‘রিপ্লে’ দেখাইছে।

****

কৌতুক- তিন : অফারটি উপভোগ করুন
দারুন অফার
এখন মাত্র ৩০ মিনিট বৃষ্টিতে ভিজলেই পাচ্ছেন-
সাত দিনের জ্বর।
চার দিনের সর্দি।
নয় দিনের কাশি।
অফারটি উপভোগ করুন, আর মেতে উঠুন অসুস্থতায়।

****

কৌতুক- চার : এ আবার কোন প্রযুক্তি
একবার বল্টু, আমেরিকান ও জাপানি প্লেনে বিদেশ যাচ্ছে। যেতে যেতে একপর্যায়ে হঠাৎ কোথায় যেন ‘বিপ বিপ’ শব্দ হলো। আমেরিকান ভদ্রলোক তার হাতের এক জায়গায় চাপ দিতেই ‘বিপ বিপ’ শব্দ থেমে গেল-
আমেরিকান : আমার হাতের নিচে মাইক্রোচিপ, এখান থেকেই আমার বাসার সবকিছু নিয়ন্ত্রণ করা যায়।

এবার কিছুক্ষণ পর হঠাৎ ফোনের রিং টোন বেজে উঠলো। জাপানি ভদ্রলোক তার কপালে চাপ দিয়ে বলছে-
জাপানি : আমার কপালের নিচে মাইক্রোচিপ। চাপ দিলেই কল করা ও রিসিভ করা যায়।

বল্টু চিন্তা করছে কী করা যায়? এদের কাছে কিছুতেই হার মানা যাবে না। সে উঠেই টয়লেটে চলে গেল। আসার সময় দেখা গেল তার প্যান্টের ভেতর থেকে পিছন দিক দিয়ে বিরাট লম্বা টিস্যু পেপার ঝুলছে। আমেরিকান ও জাপানি এই দেখে বলছে, ‘আরে বাহ, এ আবার কোন প্রযুক্তি?’
বল্টু : ও কিছু না, ই-মেইল আসছে, প্রিন্ট দিতেছি।

এসইউ/এমএস

আরও পড়ুন