ভিডিও EN
  1. Home/
  2. জোকস

আজেকের জোকস : পুরনো দিনে ফিরে যাই

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:৫৬ এএম, ১৮ জুলাই ২০১৭

পুরনো দিনে ফিরে যাই

মন্টু আর মলির মধ্যে ভীষণ প্রেম। দিনভর কথা বলতে বলতে মোবাইলটা তাদের কানের অংশ হয়ে উঠেছে। একদিন মন্টু বলল-

মন্টু : ওগো শুনছো, শুনলাম মোবাইলে এত বেশি কথা বললে নাকি অসুখ-বিসুখ করতে পারে। চলো, আমরা এবার নতুন কিছু করি। পুরোনো দিনে ফিরে যাই। এখন থেকে আমরা চিঠি আদান-প্রদান করব। 

মলি : হু। তা তো ভালোই বলেছ গো। কিন্তু চিঠি দেব কী করে?

মন্টু : কেন? প্রাচীনকালের মতোই। কবুতরের পায়ে বেঁধে! 

পরদিন থেকে শুরু হলো চিঠি আদান-প্রদান। চিঠি আসে, চিঠি যায়। কবুতর বেচারার ত্রাহি ত্রাহি দশা! একসময় মলির কাছে উড়ে এলো কবুতর, কিন্তু পায়ে কোনো চিঠি বাঁধা নেই। নিয়ম ভেঙে মন্টুকে ফোন করল মলি-

মলি : কী গো, কবুতরের পায়ে তো কিছু বাঁধা নেই। তুমি কিছু লেখোনি?

মন্টু : আহ! বুঝলে না? ওটা মিসড কল ছিল!

****

ঘরের তা ঘরেই

এক বাবার অবুঝ সন্তান বাবাকে বলল- 

ছেলে : বাবা বড় আপুকে বিয়া দিলা, ভাইয়াকে বিয়া দিলা, কিন্তু তুমি তো বিয়া করলা না। আর মাকেও বিয়া দিলা না।

বাবা : ক্যান, আমি তোর মারে বিয়া করছি না? বিয়া না করলে তুই আইলি কোত্থেকে?

ছেলে : হুম বুঝছি, শেষ পর্যন্ত ঘরের তা ঘরেই।

****

সদকা করে দিলাম

এক লোক সবকিছুতেই খুব কার্পণ্য করতো। দান-সদকা তো করতো না কখনোই। একদিন সে গোস্ত রোদে শুকিয়ে শুঁটকি বানাচ্ছে; সারা বছর খাবে বলে।

এমন সময় একটি কাক এসে ছোঁ মেরে এক টুকরো গোস্ত নিয়ে উড়ে গেল। কৃপণ লোকটি তার পিছু ছুটলো। দু’তিন মাইল তাড়া করেও কাকের নাগাল পেলো না। অবশেষে কাকটি যখন একটি নদী পার হয়ে গেল তখন কৃপণ বলল- কৃপণ : যাহ, সদকা করে দিলাম।

এসইউ/জেআইএম

আরও পড়ুন