আজকের জোকস : আপনারা বিয়েই করেননি
আপনারা বিয়েই করেননি
এক নবদম্পতি এক হোটেলে উঠল। ম্যানেজারকে মোটা বকশিস দিয়ে বলল-
নবদম্পতি : কেউ যেন না জানে যে আমরা নবদম্পতি। কারণ, জানতে পারলে সবাই আমাদের দিকে বারবার তাকিয়ে বিরক্ত করবে।
ম্যানেজার : কোনো চিন্তা নেই, স্যার।
পরদিন থেকে সবাই ঘাড় ঘুরিয়ে, আড়চোখে ওই নবদম্পতিকে দেখতে লাগল। লোকটি রেগেমেগে ম্যানেজারের কাছে গিয়ে বলল-
নবদম্পতি : আপনি আপনার কথা রাখেননি। নিশ্চয়ই বলে দিয়েছেন যে আমরা নবদম্পতি?
ম্যানেজার : ছি ছি স্যার। আমি ওরকম বলিনি। বরং আমি উল্টো বলে রেখেছি যে আপনারা বিয়েই করেননি।
****
অ্যাম্বুলেন্স সাদা কেন
একবার এক ছাত্রকে শিক্ষক প্রশ্ন করলেন-
শিক্ষক : অ্যাম্বুলেন্স সাদা হয় কেন?
এক ছাত্র : অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার থাকে। অক্সিজেন একটা গ্যাস, গ্যাস রান্নার কাজে ব্যবহার হয়। খাবার ভিটামিনের উৎস, আমরা সূর্য থেকে ভিটামিন ডি পাই। সূর্য আলো দেয়, আলো বাল্ব থেকে আসে। ক্রিসমাস ট্রিতে ছোট বাল্ব লাগানো হয়। ক্রিসমাস মানে গিফট। সান্তা গিফট নিয়ে আসে। সান্তা দক্ষিণ মেরুতে থাকে। ওইখানে মেরু ভাল্লুক থাকে! মেরু ভাল্লুক সাদা। এই জন্য অ্যাম্বুলেন্স সাদা!
****
ডিজিটাল শিশু
৬ বছরের এক ছেলে স্টুডিওতে গেল ছবি তুলতে। ক্যামেরাম্যান ছবি তোলার আগে ছেলেটাকে বললেন-
ক্যামেরাম্যান : এই যে বাবু, ক্যামেরার দিকে তাকায় থাকো। কবুতর বের হবে।
ছেলে : ফালতু কথা বাদ দেন, ক্যামেরার ফোকাস ঠিকমত অ্যাডজাস্ট করেন। পোট্রেট মোডে ছবি তুলবেন, ম্যাক্রোর সাথে, আইএসও ২০০ এর মধ্যে রাখবেন। হাই রেজুলেশনের ছবি হওয়া চাই। ফেসবুকে আপলোড দিব। ছবি ভালো না হলে একটা টাকাও দিব না। এহ, আসছে! কবুতর বের হবে! কবুতর কি আপনার আব্বায় রাখছে ক্যামেরার ভেতরে? যত্তসব!
এসইউ/পিআর