আজকের জোকস : সবসময় লেডিস ফার্স্ট
সবসময় লেডিস ফার্স্ট
অনেক আগে এক ছেলে আর এক মেয়ে একে অপরকে খুব ভালোবাসতো। কিন্তু তাদের বাবা-মা মেনে নেয়নি। এরপর তারা পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যা করার সিদ্ধান্ত নিল। ছেলেটা তার প্রিয়তমার মৃত্যু তার চোখের সামনে দেখতে পারবে না। তাই সে মেয়েটিকে বুঝিয়ে আগেই লাফ দিয়ে দিল। কিন্তু মেয়েটি ছেলেটির এমন মৃত্যু দেখে আর মরার সাহস পায়নি। তাই সে আর লাফ দিল না। এরপর থেকে ছেলেরা সিদ্ধান্ত নিল, যত যাই হোক না কেন সবসময় ‘লেডিস ফার্স্ট’।
****
প্রাইভেসি রাখে না
এক বাঘ বাঘিনীকে কিস করতে চাচ্ছিলো। বাঘিনী অতি সন্তর্পণে এদিক-ওদিক তাকাচ্ছিল-
বাঘ : কি খুঁজছ?
বাঘিনী : দেখতেছি, ডিসকভারি চ্যানেল আছে কিনা? ব্যাটারা একটুও প্রাইভেসি রাখে না।
****
তা-ও আবার উল্টো
গ্রামের শিক্ষিত এক ছেলেকে অশিক্ষিত লোক জিজ্ঞাসা করছে-
অশিক্ষিত লোক : এই ছেলে, তুমি কত দূর পড়াশোনা করেছ?
শিক্ষিত লোক : বিএ পাস করেছি।
অশিক্ষিত লোক : দুই অক্ষর বলেছ, তা-ও আবার উল্টো।
****
ইট ইস আনপসিবল
বয়ফ্রেন্ড : আমি শুনলাম, তুমি নাকি ইংরেজিতে ফেল করেছ?
গার্লফ্রেন্ড : আমি ইংরেজিতে ফেল করেছি! ইট ইস আনপসিবল! হু টেলড ইউ!
বয়ফ্রেন্ড : হয়েছে হয়েছে। আর বলতে হবে না, আমি বুঝে গেছি।
এসইউ/পিআর