আজকের জোকস : আজরাইল আইসা গেছে
আজরাইল আইসা গেছে
পাগল : একটা জিনিস লক্ষ্য করেছিস? জ্ঞানী-গুণীরা ইচ্ছা করেই আমাদের আয়ু কমিয়ে দিয়েছে!
মাতাল : কেমনে?
পাগল : মনে কর ৭ দিনে এক সপ্তাহ করছে, ৩০ দিনে এক মাস করছে, ৩৬৫ দিনে এক বছর! ক্যান, ১৪ দিনে এক সপ্তাহ, ৯০ দিনে এক মাস, ১২০০ দিনে এক বছর করলে কী ক্ষতি হতো? আমরা কতো দিন বাঁচতাম তাইলে!
মাতাল : হ্যাঁ, ঠিকই কইছোস! এক্কেবারে হাঁছা কথা।
মাতাল : আহ! তোদের হিসাব শুইনা মনে হইতেছে আমার আজরাইল মনে হয় আইসা গেছে।
****
পাগল হয়ে যাচ্ছি
রোগী : ডাক্তার সাহেব, আমাকে বাঁচান!
ডাক্তার : কী হয়েছে আপনার?
রোগী : আমি পাগল হয়ে যাচ্ছি। রাতে খাটে ঘুমাতে গেলে মনে হয় খাটের নিচে কেউ বসে আছে। খাটের নিচে গেলে মনে হয় খাটের ওপর কেউ বসে আছে। এভাবে ওপর-নিচ করে করে আমার রাত পেরিয়ে যায়।
ডাক্তার : হুঁ, বুঝতে পেরেছি। আপনি দুই মাস প্রতি সপ্তাহে তিনবার আমার চেম্বারে আসুন, আপনার রোগ ভালো হয়ে যাবে।
রোগী : ইয়ে মানে, আপনার ভিজিট যেন কতো?
ডাক্তার : ২০০ টাকা।
দুই সপ্তাহ পর রোগীর সঙ্গে দেখা হলো ডাক্তারের।
ডাক্তার : কী হলো, আপনি যে আর এলেন না?
রোগী : ধুর মিয়া, একজন কাঠমিস্ত্রি ২০ টাকা দিয়ে আমার সমস্যা সমাধান করে দিয়েছে। আপনাকে অতবার ২০০ টাকা দিতে যাবো কেন?
ডাক্তার : কীভাবে?
রোগী : আমার খাটের পায়াগুলো কেটে ফেলেছে!
****
হাতি হত্যার দায় পিঁপড়ার ওপর
এক পিঁপড়া হাসিমুখে লাফাতে লাফাতে আসছে দেখে আরেক এক পিঁপড়া তাকে জিজ্ঞেস করলো-
১ম পিঁপড়া : এতো খুশি যে! ব্যাপার কী?
২য় পিঁপড়া : আর বলো না! সব জন্তু মিলে এক হাতিকে বেদম পেটাচ্ছে। মওকা পেয়ে আমিও দুই ঘা লাগিয়ে দিয়েছি।
পর দিন সেই একই পিঁপড়াকে গম্ভীর মুখে আসতে দেখে অন্য পিঁপড়াটি জানতে চাইলো-
১ম পিঁপড়া : কী ব্যাপার ভায়া, মুখটা গম্ভীর যে!
২য় পিঁপড়া : এক হাতিকে পেটানোর কথা বলেছিলাম কাল, মনে আছে? তো হাতিটা মরে গেছে। হত্যার দায় চাপানো হয়েছে আমার ওপরে।
****
মনোবিজ্ঞানী এবং বাচ্চা
একদল বাচ্চা হৈচৈ করে বল খেলছে। আরেকটা বাচ্চা একপাশে একা দাঁড়িয়ে আছে। এক মনোবিজ্ঞানী দেখলেন এই বাচ্চাটা বিষণ্নতা আর দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। মনোবিজ্ঞানী মনে মনে চ্যালেঞ্জ গ্রহণ করলেন এই বাচ্চাকে কাউন্সিলিংয়ের মাধ্যমে রোগমুক্ত করার চেষ্টা করবেন। তিনি কাছে গিয়ে তাকে বললেন-
মনোবিজ্ঞানী : তুমি আমার বন্ধু হবে?
বাচ্চা : না। যান।
মনোবিজ্ঞানী : আমার সঙ্গে বন্ধুত্ব করতে তোমার সংকোচ হচ্ছে খোকা?
বাচ্চা : হ্যাঁ। যান।
মনোবিজ্ঞানী : আমার মনে হয় তুমি অনেক মনোকষ্টে আছো।
বাচ্চা : না। যান।
মনোবিজ্ঞানী : তুমি কিন্তু অন্য বাচ্চাদের সঙ্গে দৌড়াদৌড়ি করছো না।
বাচ্চা : হ্যাঁ। যান।
মনোবিজ্ঞানী : কেন?
বাচ্চা : আমি গোলকিপার।
এসইউ/এনএইচ/এমএস