ভিডিও EN
  1. Home/
  2. জোকস

আজকের জোকস : কবরের নামফলকে আমার নাম ভুল

প্রকাশিত: ০৫:২৬ এএম, ১০ নভেম্বর ২০১৬

কবরের নামফলকে আমার নাম ভুল
দুই বন্ধু তাদের আত্মীয়ের কবরে প্রার্থনা করে ফিরছিলো। এমন সময় পাথরে পাথরে ঘষার কর্কশ আওয়াজ শোনা গেলো। ভয়ে দুই বন্ধুর প্রাণ যায় যায় অবস্থা। তাড়াতাড়ি কবরস্থান থেকে বের হতে গিয়ে তারা দেখলো এক বৃদ্ধ কবরের নামফলক ঘষছে।

এই দেখে দুই বন্ধুর ভয় কমে গেলো। তারা বৃদ্ধকে বললো-
দুই বন্ধু : আপনি আওয়াজ করে আমাদের খুব পাইয়ে দিয়েছিলেন। আমরা মনে করেছিলাম আপনি ভূত।
বৃদ্ধ : আর বলো না। বোকার হদ্দ মিস্ত্রিগুলো কবরের নামফলকে আমার নামটা ভুল লিখেছে।

****

সবে বিয়ে করেছে
এক বিয়েবাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে বাবা-মাসহ সবাই কনেকে বিদায় দিচ্ছে। এ সময় বর ছাড়া সবাই কান্নাকাটি করছে। পাশেই প্রতিবেশী ছোট্ট একটি ছেলে তার বাবাকে জিজ্ঞাসা করলো-
ছোট্ট ছেলে : আচ্ছা বাবা, ওই মেয়ের বাবা-মা কাঁদে কেন?
বাবা : তার মেয়েকে এত বড় করেছে, লেখাপড়া শিখিয়ে মানুষ করেছে। এখন বিদায় দিচ্ছে পরের ঘরে। তাই তার মায়ায় কান্নাকাটি করছে।
ছোট্ট ছেলে : তা মেয়েটা কাঁদে কেন?
বাবা : মা-বাবাকে ছেড়ে পরের ঘরে চলে যাচ্ছে। তাই সেই মায়ায় কান্নাকাটি করছে।
ছোট্ট ছেলে : তাহলে বরটা কাঁদছে না কেন?
বাবা : সবাই শুধু এখন কাঁদছে। আর ছেলেটা কাঁদবে সারাজীবন। সবে বিয়ে করেছে। বউটা নিয়ে ঘরে উঠুক, তারপর থেকে কাঁদবে।

****

ডাক্তারি না পইড়া ঠেলাগাড়ি ঠেলতাম
শাকিব খান : ডাক্তার সাব, আমার মায় বাঁচবো তো?
ডাক্তার : খুব দ্রুত অপারেশন করতে হবে। অপারেশনের জন্য ৪০ লাখ টাকা লাগবে।
শাকিব খান : আপনে কোনো চিন্তা করবেন না ডাক্তার! আমি রিকশা চালাইয়া, ইট ভাইঙ্গা, ঠেলাগাড়ি ঠেইল্যা ২ দিনে আপনের সব ট্যাকা জোগাড় করুম!
ডাক্তার : আগে কোবি তো! তাইলে এত টাকা খরচ কইরা ডাক্তারি না পইড়া ঠেলাগাড়ি ঠেলতাম।

****

রিকশা ভাড়া চাইর লাখ
যে হারে টাকার দাম কমছে, তাতে সেদিন বেশি দূরে নয় যখন বলতে হবে-
যাত্রী : এই রিকশা মতিঝিল যাইবা?
রিকশাওয়ালা : যামু।
যাত্রী : কত?
রিকশাওয়ালা : চাইর লাখ।
যাত্রী : না মামু। তিন লাখ পঁচাত্তর দিমুনে... চলো।

এসইউ/আরআইপি

আরও পড়ুন