ভিডিও EN
  1. Home/
  2. জোকস

আজকের জোকস : পরীর মতো সুন্দর

প্রকাশিত: ০৫:৪১ এএম, ০৮ নভেম্বর ২০১৬

পরীর মত সুন্দর
ভিক্ষুক : আপনাকে পরীর মতো সুন্দর লাগছে। কিছু ভিক্ষা দিন না। আমি এক অন্ধ মানুষ।
গৃহকর্ত্রী : দেখলে, লোকটা কেমন মিথ্যুক, সে নাকি অন্ধ।
স্বামী : সে সত্যিই অন্ধ।
স্ত্রী : কি করে বুঝলে?
স্বামী : সে তোমাকে পরীর মতো সুন্দর বলল যে।

****

তোমর বয়স ৪০ বছর
প্রেমিকা : আজকে আমাকে কেমন লাগছে?
প্রেমিক : থ্রি পিচ দেখে মনে হচ্ছে তোমার বয়স ১৬।
প্রেমিকা : ধন্যবাদ।
প্রেমিক : লিপস্টিক দেখে মনে হচ্ছে তোমার বয়স ১৪।
প্রেমিকা : ধন্যবাদ।
প্রেমিক : টিপ দেখে মনে হচ্ছে তোমার বয়স ১০।
প্রেমিকা : তোমাকে অনেক ধন্যবাদ।
প্রেমিক : না মানে, সব মিলিয়ে মনে হচ্ছে তোমর বয়স ৪০।

****

ওটা লন্ড্রির দোকান
এক লোকের স্ত্রী বেড়াতে এসে এক জায়গায় একটা সাইনবোর্ড দেখল। তাতে লেখা- ‘বিশাল মূল্য ছাড়। সিল্কের শাড়ি ১০ টাকা, জামদানি ৮ টাকা ও সুতি শাড়ি ৫ টাকা’ দেখে সে তার স্বামীকে বলল-
স্ত্রী : দেখো জান, কী বিশাল ডিসকাউন্ট, অবিশ্বাস্য। এখনই আমাকে ৩০০ টাকা দাও। ইচ্ছেমতো শাড়ি কিনে আনি।
স্বামী : এতো উত্তেজিত হওয়ার কিছু নেই। ওটা লন্ড্রির দোকান।

এসইউ/পিআর

আরও পড়ুন