ভিডিও EN
  1. Home/
  2. জোকস

আজকের জোকস : গাল দুটো ইস্ত্রি করছি

প্রকাশিত: ০৫:২৭ এএম, ০৭ নভেম্বর ২০১৬

গাল দুটো ইস্ত্রি করছি
এক দুষ্টু পিচ্চি ছেলে এসে তার মাকে বলল-
পিচ্চি : মা, আমরা ইস্ত্রি করি কেন?
মা : কোঁচকানো জিনিস প্লেইন করার জন্য।

একটু পরে পিচ্চির দাদির রুম থেকে ভয়ংকর একটা চিৎকার শোনা গেল! পিচ্চির মা রান্নাঘর থেকে বলল-
মা : কি হয়েছে?
পিচ্চি : দাদির গাল দুটো ইস্ত্রি করছি!

****

না দিলে নাইমা যাই
এক মহিলা দুই বাচ্চা নিয়ে বাসে উঠল। বাচ্চা দুটি কান্নাকাটি শুরু করল! তখন মহিলাটি তার বাচ্চাদের কান্না থামাতে বলছে-
মা : দেখ কান্নাকাটি করলে কিন্তু ওই আঙ্কেলকে তোমাদের চকোলেটগুলো দিয়ে দেব!

এই কথা সে ক্রমাগত বলে যাচ্ছে। তিন-চার স্টপেজ পার হয়ে যাচ্ছে। বাচ্চারা কান্নাকাটি করে আর সে শুধু বলে চকোলেটগুলো কিন্তু আঙ্কেলকে দিয়ে দেব!

এবার ভদ্রলোক উঠে বলল-
ভদ্রলোক : আপনার জন্য ৪টা স্টপেজ মিস করলাম! চকোলেট দিলে দেন, না দিলে নাইমা যাই।

****

বোতল আনছেন
এক পিচ্চি দোকানে গিয়েছে, হাতে একটা বোতল।
পিচ্চি : এক লিটার আটা দিন তো।
দোকানদার : বাবু, আটা লিটারে না কেজিতে বিক্রি হয়।
পিচ্চি : আচ্ছা। এই বোতলে এক কেজি আটা দিন তো!
দোকানদার : আহ! বাবু, এভাবে না। আটা বোতলে নেয় না। আচ্ছা তুমি আমার জায়গায় আস, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বলতে হয়।

পিচ্চি কাউন্টারের ওপাশে গেল আর দোকানদার কাউন্টারের সামনে-
দোকানদার : এক কেজি আটা দিন তো।
পিচ্চি : বোতল আনছেন?

****

বউ আরেকটি বিয়ে করেছে
বিল্টু গ্রামে তার মায়ের কাছে ফোন করেছে-
বিল্টু : মা, একটা খবর আছে।
মা : বলিস কি! তাড়াতাড়ি বল।
বিল্টু : এখন থেকে আমরা দুজন থেকে তিনজন হয়ে গেছি, মা।
মা : এই সুখবরটা এত দেরিতে বললি কেন? তা ছেলে না মেয়ে হয়েছে রে?
বিল্টু : ওসব কিছু না। আমার বউ আরেকটি বিয়ে করে ফেলেছে, মা!

এসইউ/এবিএস

আরও পড়ুন