ভিডিও EN
  1. Home/
  2. জোকস

আজকের জোকস : গাধারাই বিয়ে করে

প্রকাশিত: ০৫:১৫ এএম, ০৪ নভেম্বর ২০১৬

গাধারাই বিয়ে করে
চিড়িয়াখানার এক কোণে এক মর্দা গাধা আর এক মাদি গাধা ঘাস খাচ্ছে। তা দেখে ছোট্ট ছেলেটি কৌতূহলবশত বড় গাধাটি দেখিয়ে বাবাকে বলল-
ছেলে : ওটা কী বাবা?
বাবা : ওটা একটা গাধা।
ছেলে : আর ওটা?
বাবা : ওটাও একটা গাধা।
ছেলে : সে কী বাবা, গাধারাও কি বিয়ে করে?
বাবা : হ্যাঁ বাবা, একমাত্র গাধারাই বিয়ে করে।

****

স্বামীর শোক বিজ্ঞপ্তি
মিসেস আজিজকে সবাই কিপটে হিসেবে জানে। আজিজ সাহেব মরে যাওয়ার পর তিনি পত্রিকায় শোক বিজ্ঞপ্তি দিতে গেলেন। বিজ্ঞাপন ম্যানেজারের সঙ্গে তার কথা হচ্ছে-
মিসেস আজিজ : শোক বিজ্ঞপ্তির জন্য কত টাকা লাগবে?
ম্যানেজার : প্রতি পাঁচ শব্দ একশ’ টাকা।
মিসেস আজিজ : আমি মাত্র দুটো শব্দ ছাপাতে চাই- ‘আজিজ মৃত’।
ম্যানেজার : তবু আপনাকে একশ’ টাকাই দিতে হবে। আপনি ইচ্ছা করলে আরও তিনটি শব্দ যোগ করতে পারেন।
মিসেস আজিজ : ঠিক আছে, তাহলে ওটার সঙ্গে যোগ করে দিন- ‘টয়োটা বিক্রি হবে’।

****

বুদ্ধিমান স্বামীদের বউ থাকে নাকি
অফিস থেকে খুব দেরি করে ক্লান্ত হয়ে ঘরে ফিরলেন স্বামী। কিন্তু তার প্রতিদিনই এ রকম দেরি করে বাসায় ফেরা দেখে স্ত্রীর মনে খুব সন্দেহ হলো। তাই কৌতূহলী হয়ে একদিন বাসায় ফেরার সঙ্গে সঙ্গে-
স্ত্রী : তোমার অফিস তো শেষ হয়ে গেছে সেই কখন। এতক্ষণ কোথায়, কার সঙ্গে কী করলে?
স্বামী : বুদ্ধিমান বউরা কখনও স্বামীকে এভাবে প্রশ্ন করে না।
স্ত্রী : বুদ্ধিমান স্বামীরাও বউকে না বলে কোথাও দেরি করে না, বুঝলে?
স্বামী : ধুর! কী যে বল! বুদ্ধিমান স্বামীদের আবার বউ থাকে নাকি!

****

বিয়ের মেয়াদোত্তীর্ণের তারিখ
স্বামী অনেকক্ষণ ধরে কিছু একটা পড়ছিলেন। এটা দেখে স্ত্রী স্বামীর দিকে এগিয়ে গেলেন-
স্ত্রী : এই, তুমি এতক্ষণ ধরে কী খুঁজছো?
স্বামী : কই! না না, কিছু না।
স্ত্রী : কিছু না মানে, আমি দেখলাম তুমি একঘণ্টা ধরে ম্যারেজ সার্টিফিকেটটা পড়ছ! ব্যাপার কী, বলো তো?
স্বামী : না, ইয়ে… মানে আমি এতক্ষণ ধরে ম্যারেজ সার্টিফিকেটের মেয়াদোত্তীর্ণের তারিখ খুঁজছিলাম।

এসইউ/পিআর

আরও পড়ুন