আজকের জোকস : শুধু নেগেটিভ চিন্তা
শুধু নেগেটিভ চিন্তা
ছোট বোন : আপা রাত ১২টা বাজে দুলাভাই তো এখনো বাড়িতে আসলো না। মনে হয় অন্য মেয়েদের নিয়ে স্ফূর্তি করছে।
বড় বোন : একটা থাপ্পর দেবো সবসময় শুধু নেগেটিভ চিন্তা করিস। রাস্তায় গাড়ির নিচে চাপা পড়ে অ্যাক্সিডেন্টও তো করতে পারে।
****
কে বেশি পেটুক
নাসিরুদ্দিন হোজ্জার বাড়িতে তাঁর কিছু বন্ধু এসেছেন। অতিথিদের তরমুজ দিয়ে আপ্যায়ন করলেন হোজ্জা। বন্ধুদের সঙ্গে খেতে বসলেন হোজ্জা নিজেও।
হোজ্জার পাশেই বসেছিলেন তাঁর এক দুষ্টু বন্ধু। তরমুজ খেয়ে খেয়ে বন্ধুটি হোজ্জার সামনে তরমুজের খোসা রাখছিলেন। খাওয়া শেষে দেখা গেল হোজ্জার সামনে তরমুজের খোসার স্তূপ।
দুষ্টু বন্ধুটি অন্যদের বললেন, ‘দেখেছেন কাণ্ড? হোজ্জা কেমন পেটুক? তার সামনে তরমুজের খোসার স্তূপ হয়ে গেছে!’
হোজ্জা হেসে বললেন, ‘আর আমার বন্ধুটির সামনে দেখছি একটা খোসাও নেই! উনি খোসাশুদ্ধ খেয়েছেন! এখন আপনারাই বলুন, কে বেশি পেটুক!’
****
এই পদবি তো আগে শুনিনি
৩ জন নৌকায় করে নদী পার হচ্ছিল-
১ম জন : ভাই আপনার নাম কী?
২য় জন : হরিপদ পাল। আপনার নাম কী?
১ম জন : নিতাই হালদার।
৩য় জনকে লক্ষ্য করে-
১ম জন : ভাই আপনার নাম কী?
৩য় জন : আমার নাম গোপাল চন্দ্র গুণ।
মাঝিকে লক্ষ্য করে-
৩য় জন : এই তোমার নাম কী?
মাঝি : আমার নাম রহিম উদ্দিন বৈঠা।
২য় জন : তোমার নামের এই পদবি তো আগে শুনিনি।
মাঝি : ছিলো না, তবে অহন হইছে। কারণ আপনারা একজন পাল ধরছেন, একজন হাল ধরছেন, আর একজন গুণ টানছেন, অহন বৈঠা না হইলে নৌকা চলবো কেমন করে!
এসইউ/পিআর