আজকের জোকস : পানিতে বাস করে
পানিতে বাস করে
শিক্ষক : রতন, পানিতে বাস করে এমন পাঁচটি প্রাণীর নাম বলো।
রতন : ব্যাঙ।
শিক্ষক : আর বাকি চারটা?
রতন : ব্যাঙের মা, বাবা, বোন আর প্রেমিকা।
****
দোকানে তালা লাগাও
ক্রেতা : তোমার দোকানে কি সবকিছু পাওয়া যায়?
বিক্রেতা : জি স্যার, সব পাবেন!
ক্রেতা : বিস্কুট আছে?
বিক্রেতা : ওহ, স্যরি স্যার, বিস্কুট একটু আগেই শেষ হয়ে গেছে।
ক্রেতা : চাল আছে?
বিক্রেতা : চাল স্যার এখনো এসে পৌঁছায়নি। আমি স্যার খুবই দুঃখিত।
ক্রেতা : সাবান আছে?
বিক্রেতা : স্যার, সাবান আজকে বিকেলে এলেই পাবেন, এখন নেই।
ক্রেতা : তালা আছে?
বিক্রেতা : জি জি স্যার! এটা আছে!
ক্রেতা : গুড। দোকানে তালা লাগাও, আর বাড়ি গিয়ে ঘুমাও।
****
কণ্ঠস্বর এতই মধুর
মন্টিকে ধমক দিয়ে বললেন ম্যাডাম-
ম্যাডাম : এই ছেলে! ক্লাসে ঘুমাচ্ছ কেন?
মন্টি : ম্যাডাম, আপনার কণ্ঠস্বর এতই মধুর, শুনলেই আমার ঘুম এসে যায়!
শিক্ষক : তো বাকিরা কেউ ঘুমাচ্ছে না কেন?
মন্টি : কারণ, ওরা আপনার কথা শুনছে না!
****
ফাঁসির মঞ্চ হত
একজন জনপ্রিয় নেতা বক্তৃতা দেবেন। জনসভা লোকে লোকারণ্য। তা দেখে এক কর্মী ওই নেতাকে বললেন- কর্মী : আপনি বক্তৃতা দেবেন শুনলেই লোকজন ছুটে আসে- ময়দান ভরে যায়। এতে আপনার কেমন লাগে?
নেতা : লাগে ভালোই। গর্বে বুক ভরে যায়। কিন্তু তখনই আরেকটা কথা ভাবি।
কর্মী : কী ভাবেন?
নেতা : ভাবি যে এটা আমার বক্তৃতা মঞ্চ না হয়ে যদি আমার ফাঁসির মঞ্চ হত- তা হলে এর তিনগুণ লোক জমায়েত হত।
এসইউ/আরআইপি