ভিডিও EN
  1. Home/
  2. জোকস

আজকের জোকস : কত্ত বড় বেকুব

প্রকাশিত: ০২:০৫ এএম, ১৮ জুলাই ২০১৬

কত্ত বড় বেকুব
বারাক ওবামা তরকারির দোকানে গেল। দোকানদার অনন্ত জলিল।
ওবামা : ভাই দুই লিটার টমেটো দেন তো!

একথা শুনে পাশের দোকানের শাকিব খান হাসতে হাসতে গড়াগড়ি খায়।
অনন্ত : কিরে ছাকিপ হাসছ কেন?
শাকিব : হা হা হা, কত্ত বড় বেকুব! দুই লিটার টমেটো কিনতে আসছে কিন্তু বোতলটাই আনে নাই।

****

বালিশ দেস নাই
এক স্বামীর তার স্ত্রীকে পেটানোর ইচ্ছা হয়েছে, কিন্তু স্ত্রীর কোন দোষ খুঁজে পাচ্ছে না। সে অনেক ভেবেও স্ত্রীর কোনো দোষ পায় না। হঠাৎ স্বামী বাইরে থেকে এসে দেখে বাড়ির উঠানে একটি কুকুর শুয়ে আছে। সে এটা দেখে আর দেরি না করে দ্রুত
ঘরে ঢুকে স্ত্রীকে পেটাতে শুরু করে-
স্ত্রী : আমারে মারতাছ ক্যান? আমি কি করছি?
স্বামী : ওই, বাইরে এতক্ষণ ধইরা কুত্তাটা শুইয়া রইছে তুই বালিশ দেস নাই ক্যান?

****

এক বলে ২৪ রান
ক্রিকেট ম্যাচে এক বলে দরকার ২৪ রান সবাই নিশ্চিত ম্যাচ হেরে গেছি। দর্শকরা হতাশ! কিন্তু না তারাই ম্যাচটা জিতল! কারণ তখন ব্যাট করেছিলো অনন্ত জলিল।
অনন্ত জলিল সজোড়ে ব্যাট চালালেন। বলটি ৪ খণ্ড হয়ে ৪ দিকে গেল। এতে ৪x৬=২৪ রান হলো! এজন্যই তো বলে- ‘অসম্ভবকে সম্ভব করাই অনন্তর কাজ’।

****

নিজের খেয়াল রাইখো
স্বামী : দুবাই যাচ্ছি।
স্ত্রী : আমার জন্য স্বর্ণের অলংকার নিয়ে এসো।
স্বামী : আমেরিকা যাচ্ছি।
স্ত্রী : আমার জন্য মেকআপ বক্স নিয়ে এসো।
স্বামী : প্যারিস যাচ্ছি।
স্ত্রী : আমার জন্য পারফিউম নিয়ে এসো।
স্বামী : জাহান্নামে যাচ্ছি।
স্ত্রী : আমার জন্য চিন্তা করো না। তুমি নিজের খেয়াল রাইখো।

এসইউ/এমএস

আরও পড়ুন