আজকের জোকস : জীবনেও বিয়ে করব না
জীবনেও বিয়ে করব না
জজ সাহেব : যখন এই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছিল তখন কি তুমি সেখানে উপস্থিত ছিলে?
সাক্ষী : জী হ্যাঁ।
জজ সাহেব : তোমার এই ঝগড়া থেকে কী ধারণা হলো?
সাক্ষী : হুজুর, আমি জীবনেও বিয়ে করব না।
****
প্রেম জিনিসটা কেমন
এক বখাটে ছেলে এক কন্যার পিতার কাছে গিয়ে জিজ্ঞাসা করল-
বখাটে : স্যার, প্রেম জিনিসটা কেমন?
মেয়ের বাবা : প্রেম হলো স্বর্গীয় জিনিস, এর স্বাদ যে জীবনে পায়নি তাকে আমি ঘৃণা করি।
বখাটে : আমি আপনার মেয়েকে ভালোবাসি।
****
হেঁটে যেতে পারবো না
একদিন এক প্রতিবেশী গোপাল ভাঁড়ের কাছে এসে-
প্রতিবেশী : আমাকে একটা চিঠি লিখে দাও।
গোপাল : আমি চিঠি লিখতে পারবো না, আমার পায়ে ব্যথা।
প্রতিবেশী : আশ্চর্য, চিঠি তো লিখবে হাত দিয়ে। পায়ে ব্যথা তাতে কী হয়েছে?
গোপাল : কারণ আমি অতোদূর হেঁটে যেতে পারবো না।
প্রতিবেশী : অতোদূর হাঁটতে পারবে না মানে?
গোপাল : মানে আমার লেখা চিঠি আমি ছাড়া আর কেউ পড়তে পারবে না। আমার হাতের লেখা খুব খারাপ তো। যাকে চিঠি পাঠাবে, তাকে তো আমাকেই পড়ে দিয়ে আসতে হবে, তাই না? পায়ে ব্যথা নিয়ে যাবো কীভাবে?
****
আপনাকে গ্রেফতার করছি
সুধীর বাবুর বাড়িতে পুলিশ সার্চ করতে এলো। সার্চ করতে গিয়ে পুলিশ জাল নোট ছাপার যন্ত্রপাতি, রঙ এবং এ সংক্রান্ত আরো অনেক কিছুই পেলো। অবশ্য কোন জাল নোট পাওয়া গেল না।
পুলিশ : নোট জাল করে ছাপার অপরাধে আপনাকে গ্রেফতার করছি।
সুধীর : একটাও কি জাল নোট পেয়েছেন?
পুলিশ : না, তা পাইনি। কিন্তু ছাপাবার যন্ত্র পেয়েছি। যন্ত্র থাকলেই আপনাকে আমরা গ্রেফতার করতে পারি।
সুধীর : তাহলে একটা মানুষ খুন করার অপরাধেও আমাকে গ্রেফতার করুন।
পুলিশ : কেন? আপনি কি কাউকে খুন করেছেন?
সুধীর : না তা করিনি। কিন্তু খুন করার মতো যন্ত্রতো আমার কাছে আছে।
এসইউ/এবিএস