জোকস : আপনি কি বিবাহিত
আপনি কি বিবাহিত
এক ভদ্রলোক ডিভোর্স করার সুযোগ আছে কিনা জানার জন্য উকিলের কাছে গেলো-
ভদ্রলোক : আমি আপনার কাছে জানতে এসেছি আমার ডিভোর্স করার সুযোগ আছে কি না?
উকিল : আপনি কি বিবাহিত?
ভদ্রলোক : অবশ্যই।
উকিল : তা হলে অবশ্যই সুযোগ আছে।
****
কোনো প্রমাণ আছে
মক্কেল : উকিল সাহেব, আমার প্রতিবেশী সগীর সাহেবের কাছে আমি ৫০ হাজার টাকা পাই। কিছুদিন আগেই তিনি ধার নিয়েছিলেন। কিন্তু ফেরত দিচ্ছেন না। আমি এখন কী করতে পারি?
উকিল : আপনি যে তাঁর কাছে টাকা পান, কোনো প্রমাণ আছে?
মক্কেল : না তো।
উকিল : ঠিক আছে। আপনি তাঁকে একটা চিঠি পাঠান। চিঠিতে লিখুন, ‘আপনার কাছে আমি যে এক লাখ টাকা পাই, সেটা জলদি ফেরত দিন।’
মক্কেল : তাতে কি কোনো লাভ হবে? আমি তো এক লাখ না, ৫০ হাজার টাকা পাই। সগীর চিঠির উত্তরে সেটাই তো লিখবে। উকিল : ব্যস, সেটাই তো চাই। আপনার হাতে তখন একটা প্রমাণ থাকবে!
****
কী কী ভুলে গেছেন
উকিল : আপনি বলতে চাইছেন, আপনার কিছুই মনে নেই?
সাক্ষী : জি না, কিছুই মনে নেই।
উকিল : কী কী ভুলে গেছেন, সেটা কি মনে আছে?
****
সাথে স্ত্রীও ছিলো
উকিল : আপনি মধুচন্দ্রিমায় কোথায় গিয়েছিলেন?
আসামী : কক্সবাজার।
উকিল : একাই? নাকি সাথে স্ত্রীও ছিলো?
এসইউ/এমএস