ভিডিও EN
  1. Home/
  2. জোকস

আজকের জোকস: চাঁদার টাকা জনগণের পকেটে

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:২৮ পিএম, ২৩ আগস্ট ২০২৪

চাঁদার টাকা জনগণের পকেটে
মঞ্চে উঠে রাজনীতিবিদ বললেন, ‘আপনারা জানেন, আপনাদের কাছ থেকে চাঁদা তুলে আমরা একটা সেতু নির্মাণ করতে যাচ্ছি। আজ আপনাদের জন্য এই সেতু সম্পর্কে দুটি সংবাদ আছে। একটা সুসংবাদ, একটা দুঃসংবাদ। কোনটা আগে দেব?

উপস্থিত জনতার মধ্যে কয়েক জন বললেন, সুসংবাদ।
রাজনীতিবিদ বললেন, ‘সুসংবাদ হলো, সেতু তৈরির সব টাকার বন্দোবস্ত হয়ে গিয়েছে।’
জনগণের কয়েক জন এবার বললেন, ‘তাহলে দুঃসংবাদটা কী?’
রাজনীতিবিদ বললেন, ‘টাকাগুলো এখনো আপনাদের পকেটে আছে।’

****

পাঁচ থেকে দুই বিয়োগ করলে কত থাকে?
শিক্ষক: পাঁচ থেকে দুই বিয়োগ করলে হাতে কত থাকে?
ছাত্র: জানি না, স্যার।
শিক্ষক: তুই একটা আস্ত গরু।
ছাত্র: স্যার, আমি তো এখনও ছোট। আমাকে বাছুর বলবেন, স্যার।

****

৫ টাকা বাচানোর উপায়

রঞ্জু ও হাবলুর মধ্যে কথা হচ্ছে—
রঞ্জু: জানিস, আজ স্কুলে আসতে আমি পাঁচ টাকা বাঁচিয়েছি।
হাবলু: কীভাবে?
রঞ্জু: আজ বাসের একদম পিছনে দৌড়ে দৌড়ে এসেছি। যদি বাসের ভেতরে উঠে বসতাম, তাহলে পাক্কা পাঁচ টাকা দিয়ে দিতে হত।
হাবলু: ইশশ, তুই যা গাধা না!
রঞ্জু: পাঁচ টাকা বাঁচালাম, এতে গাধা বলার কী আছে?
হাবলু: আরে ব্যাটা, বাসের পেছনে না দৌড়ে যদি ট্যাক্সির পিছনে দৌড়ে আসতি, তাহলে কত টাকা বাঁচত বল একবার। একদম ১০০ টাকা বেঁচে যেত তোর। তুই গাধা না তো কী!

কেএসকে/এমএস

আরও পড়ুন