ভিডিও EN
  1. Home/
  2. জোকস

আজকের কৌতুক: লোডশেডিংয়েও বই পড়া যায়!

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:১৭ এএম, ১৩ অক্টোবর ২০২২

লোডশেডিংয়েও বই পড়া যায়!
সকালে চায়ের টেবিলে একখানা ডিটেকটিভ বই ফেলে দিয়ে স্বামী স্ত্রীকে বললো—
স্বামী: দারুণ বই। আমি কাল রাত দুটা পর্যন্ত এক নিশ্বাসে পড়ে শেষ করেছি।
স্ত্রী: কিন্তু কাল বারোটার পর যে লোডশেডিং হলো, পড়লে কী করে?
স্বামী: পড়তে পড়তে এতই মগ্ন ছিলাম যে, কিছুই টের পাইনি।

****

স্ত্রীর জন্মদিনের উপহার
রোমেন ও তার স্ত্রীর মধ্যে কথা হচ্ছে—
স্ত্রী: কাল তো আমার জন্মদিন। গত বছর এই দিনে তুমি আমাকে একটি লোহার খাট বানিয়ে দিয়েছিলে।
স্বামী: হুম দিয়েছিলাম, তো?
স্ত্রী: তা এ বছর কী দিচ্ছ, শুনি।
স্বামী: ভাবছি এ বছর ওই লোহার খাটে বিদ্যুৎ সংযোগ দিয়ে দেব।

****

স্কুলে দুষ্টু ছেলের কাণ্ড
পিপলু একদম বজ্জাতের হাড্ডি। রোজ স্কুল থেকে অভিযোগ আসে। আর তা শুনে শুনে ছেলেটির মা-ও সাজা দিতে ভুল করেন না। একদিন মা বললেন—
মা: কিরে পিপলু, কান ধরে দাঁড়িয়ে আছিস কেন, বাবা?
পিপলু: মা তুমিই তো বললে স্কুলে কী কী করেছিস দেখা।

কেএসকে/এএসএম

আরও পড়ুন