ভিডিও EN
  1. Home/
  2. জোকস

আজকের কৌতুক: হাতি ও ঘোড়ার মধ্যে পার্থক্য

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:৩০ এএম, ৩১ জুলাই ২০২২

হাতি ও ঘোড়ার মধ্যে পার্থক্য
শ্রেণিকক্ষে শিক্ষক প্রাণিজগত সম্পর্কে পড়াচ্ছেন—
শিক্ষক: বলো তো, হাতি ও ঘোড়ার মধ্যে পার্থক্য কী?
ছাত্র: ঘোড়ার লেজ থাকে পেছনে আর হাতির লেজ থাকে সামনের দিকে!

****

স্ত্রীর অ্যাপেন্ডিক্স অপারেশন
এক ব্যক্তি ছুটতে ছুটতে ডাক্তারের কাছে গেল। তাকে বলছে—
ব্যক্তি: ডাক্তার বাবু, তাড়াতাড়ি আমার বাড়ি চলুন, আমার স্ত্রীর অ্যাপেন্ডিক্সে প্রচুর ব্যথা হচ্ছে।
ডাক্তার: তোমার স্ত্রীর অ্যাপেন্ডিক্স আমি একবছর আগেই অপারেশন করে বাদ দিয়ে দিয়েছি। পৃথিবীতে এরকম কোনো মানুষ নেই যার দুটি অ্যাপেন্ডিক্স আছে।
ব্যক্তি: রিলাক্স ডাক্তার বাবু, রিলাক্স। পৃথিবীতে এরকম কোনো মানুষ নেই, যার দুটি অ্যাপেন্ডিক্স থাকতে পারে, কিন্তু এরকম মানুষতো আছে যার দুটি বউ থাকতে পারে।

****

নিউটনের জীবনী
শিক্ষক: পল্টু, নিউটন সম্পর্কে কিছু জানো?
পল্টু: জানি স্যার!
শিক্ষক: বলো, কী জানো?
পল্টু: বিজ্ঞানীর নাম নিউটন। কাজ রহস্য উদঘাটন। বাড়ি ওয়াশিংটন। বাপের নাম কটন। ভাইয়ের নাম ছোটন। ছেলের নাম প্রোটন। প্রিয় হোটেল শেরাটন। প্রিয় খাবার মাটন। প্রিয় বন্ধুর নাম রতন। প্রিয় খেলার নাম ম্যারাথন। স্যার, আর কিছু?
শিক্ষক: আমার জন্য পানি আনো এক টন।

কেএসকে/এমএস

আরও পড়ুন