ভিডিও EN
  1. Home/
  2. জোকস

আজকের কৌতুক: নেমপ্লেট সামনে থাকার সুবিধা

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:০৮ এএম, ০২ জুলাই ২০২২

নেমপ্লেট সামনে থাকার সুবিধা
অফিসের একজন কর্তাব্যক্তি তার টেবিলের নেম-প্লেটের লেখা নিজের দিকে ফিরিয়ে রাখেন। একদিন এক কর্মচারী তাকে জিজ্ঞাসা করছে—

কর্মচারী: স্যার, আপনার নেমপ্লেট সব সময় আপনার দিকে ঘুরিয়ে রাখেন কেন?
বস: যারা অফিসে আমার সঙ্গে দেখা করতে আসেন; তারা জানে আমি কে? কিন্তু আমি নিজেই মাঝে মাঝে ভুলে যাই।

****

গভীর রাতে বাবু আর ডাবু নামের দুই মাতাল রেল লাইনের ওপর দিয়ে হেঁটে বাড়ি ফিরছে-
বাবু: হায় খোদা! জীবনে এত বড় লম্বা সিঁড়ি আর টপকাইনি। শেষই হচ্ছে না...
ডাবু: আরে সিঁড়ির কথা বাদ দে! আমি চিন্তা করতেছি রেলিংগুলা এত নিচে দিলো ক্যান? কত ঝুঁকতেছি মাগার হাতে নাগালই পাই না!

****

স্বামী-স্ত্রীর মনোমালিন্য চলছে বেশ কিছুদিন ধরে। কিছুতেই সমঝোতা হচ্ছে না-
স্ত্রী: আমি বাপের বাড়ি চললাম, তুমি থাক তোমার সংসার নিয়ে।
স্বামী: আমিও বের হচ্ছি!
স্ত্রী: তুমিও কি বাপের বাড়ি যাচ্ছো!
স্বামী: না, আমি গরিব-দুঃখীদের দান-সদকা করতে যাচ্ছি!
স্ত্রী: কেন?
স্বামী: মানত করেছিলাম। ফলাফল পেতে শুরু করেছি। কথা তো রাখতেই হয়

কেএসকে/এমএস

আরও পড়ুন