ভিডিও EN
  1. Home/
  2. জোকস

আজকের জোকস: কৃপণ ও হিসাবির মধ্যে পার্থক্য

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:০৮ এএম, ১৪ জুন ২০২২

কৃপণ ও হিসাবির মধ্যে পার্থক্য
রাহেল: হ্যাঁ রে, তোর বাড়ির সবাই কি তোর মতো কৃপণ?
রাজিব: ঠিক কৃপণ না, একটু হিসাবি।
রাহেল: কেমন?
রাজিব: যেমন ধর, আমার কাকা গত পরশু বাসের সিটের ওপর একটা কাশির সিরাপ কুড়িয়ে পেলেন। তা এমন দামি ওষুধটা তো নষ্ট করা যায় না, তাই কাল রাতভর উনি বৃষ্টিতে ভিজলেন। আজ সকাল থেকে শুরু হলো কাশি, এখন ওষুধটা কাজে লাগছে।

****

স্ত্রী হারানোর একমাস
এক ভদ্রলোক থানায় এসে বললেন—
ভদ্রলোক: আমার স্ত্রী হারিয়ে গেছে।
ইন্সপেক্টর: কবে?
ভদ্রলোক: একমাস আগে!
ইন্সপেক্টর: তাহলে এতদিন পর বলছেন কেন?
ভদ্রলোক: গতকাল পর্যন্ত মনে হচ্ছিল, আমি স্বপ্ন দেখছি!

****

ব্যাংক ঋণের সুবিধা
কালাম একটি ব্যাংকে গিয়ে ব্যাংক কর্মকর্তাকে বলছেন—
কালাম: আমি ১০ লাখ টাকা ঋণ নিতে চাই।
কর্মকর্তা: কী উদ্দেশ্যে ঋণ নেবেন?
কালাম: এই টাকা দিয়ে আমি গাড়ি কিনব।
কর্মকর্তা: ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। তবে আগেই বলে রাখি, আপনি যদি নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফেরত দিতে না পারেন, ব্যাংক আপনার গাড়ি নিয়ে নেবে।
কালাম: ইস! আগে বলবেন না? আগে জানলে আমি ঋণ নিয়ে বিয়ে করতাম!

কেএসকে/জেআইএম

আরও পড়ুন