ভিডিও EN
  1. Home/
  2. জোকস

আজকের জোকস: ইঁদুরের যুদ্ধ

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:৫২ এএম, ০৫ জুন ২০২২

ইঁদুরের যুদ্ধ
ভাড়াটিয়া: এ বাসায় আর থাকা যাবে না।
বাড়িওয়ালা: কেন, কী হয়েছে?
ভাড়াটিয়া: গত রাতে ঘরের মেঝেতে যে ইঁদুরের যুদ্ধ দেখলাম।
বাড়িওয়ালা: দুই হাজার টাকা ভাড়া দিয়ে ইঁদুরের যুদ্ধ দেখবেন না তো হাতির যুদ্ধ দেখবেন!

****

শূন্যের কোনো দাম নেই
শিক্ষক: অঙ্কে ফেল করলি কেন? হতভাগা, দশ আর দশে যোগ করলে কী হয়? আর শূন্যটি বাদ দিলি কেন?
ছাত্র: স্যার, আপনি তো বলেছেন, শূন্যের কোনো দাম নেই। যে জিনিসের দাম নেই, সে জিনিস লিখে লাভ কী?
শিক্ষক: ইতিহাসেও তো ফেল করলি। একটি প্রশ্নেরও উত্তর দিসনি, কেন?
ছাত্র: কী করে দেব স্যার, সব ৫০০ বছর আগের ঘটনা নিয়ে প্রশ্ন? তখন কি আমার জন্ম হয়েছিল?

****

বাসায় চিনি না থাকলে যা করবেন

এক পাগলের বাসায় থাকে এক তরুণী। একদিন পাগল তাদের বাসায় কলিং বেল চাপল। তরুণী দরজা খুলল—
পাগল: আপনাদের বাসায় কি চিনি আছে?
তরুণী: হ্যাঁ, আছে।
পাগল: ও! না মানে। বলছিলাম, চিনি না থাকলে আমাদের বাসায় এসে চাইতে পারেন। আমাদের বাসায়ও চিনি আছে।

কেএসকে/এমএস

আরও পড়ুন