ভিডিও EN
  1. Home/
  2. জোকস

আজকের কৌতুক: সবচেয়ে কাছের বন্ধু

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:০৬ পিএম, ১৬ এপ্রিল ২০২২

সবচেয়ে কাছের বন্ধু
দুই লোক চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে। একজন অন্যজনকে জিজ্ঞাসা করছে—
১ম ব্যক্তি: বলুন তো, কে আপনার সবচেয়ে কাছের বন্ধু?
২য় ব্যক্তি: যে আপনাকে কখনো জেলখানায় আটক হতে দেবে না সে; নাকি আপনি কখনো আটক হলে যথাসাধ্য চেষ্টা করে আপনাকে ছাড়িয়ে আনবে সে?
১ম ব্যক্তি: দুজনের কেউই না। সবচেয়ে কাছের বন্ধু সে যে, জেলখানায় আপনার পাশে বসে থাকবে, আর বলবে, ‘খুব মজা হইছিল, নারে দোস্ত!’

****

গুলিস্তানের চাপাবাজ
একই বিমানে যাচ্ছেন তিন দেশের তিন লোক। একজন আমেরিকার, ২য় জন রাশিয়ার ও ৩য় জন বাংলাদেশের। একসঙ্গে তারা কিছু গল্প করছিলেন। তখন রাশিয়ার লোকটি হাত বের করে বললেন—

রাশিয়ান: আমরা এখন সাইবেরিয়ার ওপর দিয়ে যাচ্ছি।
আমেরিকান: কেমন করে বুঝলেন?
রাশিয়ান: কারণ বাইরে অনেক ঠান্ডা।

কিছুক্ষণ পর আমেরিকার লোকটি হাত বের করে বললেন—
আমেরিকান: আমরা এখন নিউইয়র্কের ওপর দিয়ে যাচ্ছি। কারণ এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের সঙ্গে গুঁতা খেয়ে আমার হাত ছিলে গেছে।

শেষমেশ বাংলাদেশের জন হাত বের করে বললেন—
বাঙালি: আমরা এখন গুলিস্তানের ওপর দিয়ে যাচ্ছি।
রাশিয়ান: কি করে বুঝলেন?
বাঙালি: কারণ আমার হাতে একটা ক্যাসিও ঘড়ি ছিল, সেটা নাই হয়ে গেছে।

****

রেস্তোরাঁয় সাংসদ
রেস্তোরাঁয় সাংসদের খাওয়া শেষ হলে তার কাছে এগিয়ে এলো রেস্তোরাঁর শেফ। জিজ্ঞেস করলেন—
শেফ: আলু-মাংসের ডিশটা কেমন লেগেছে আপনার?
সাংসদ: কীভাবে বলি! ওই ডিশে ছিল আলুর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। আর মাংস ছিল দুর্বল বিরোধী দলের মতো।

কেএসকে/এএসএম

আরও পড়ুন