আজকের জোকস: অপারেশনের খরচ কমানোর উপায়
অপারেশনের খরচ কমানোর উপায়
পেটে তীব্র ব্যথা নিয়ে এক ভদ্রমহিলা ডাক্তারের কাছে গেলেন। পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তার বললেন—
ডাক্তার: আপনার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে। অপারেশন করাতে হবে।
ভদ্রমহিলা: বলেন কি ডাক্তার?
ডাক্তার: হ্যাঁ, যত দ্রুত সম্ভব অপারেশন করাতে হবে।
ব্যাপারটা নিশ্চিত হওয়ার জন্য ভদ্রমহিলা অন্য এক ডাক্তারের কাছে গেলেন। এই ডাক্তার ভালো করে দেখেশুনে বললেন—
২য় ডাক্তার: কে বলেছে আপনার অ্যাপেন্ডিসাইটিস, আপনার তো গলব্লাডারে পাথর হয়েছে।
ভদ্রমহিলা বাড়ি ফিরে এলে তার বান্ধবী জিজ্ঞাসা করলেন—
বান্ধবী: এখন কী করবে ভাবছ?
ভদ্রমহিলা: ভাবছি প্রথম ডাক্তারের কথাই শুনব। অ্যাপেনডিক্সের অপারেশনের খরচ অনেক কম।
****
গুরুর উপদেশ: জড়িয়ে ধর
গুরুদেবের কাছে এক শিষ্য এসেছে। শিষ্য তার মনের দুঃখ বলছে গুগুর কাছে—
শিষ্য: গুরুদেব, মনে বড় অশান্তি। আমি যখন বাড়িতে থাকি না, তখন কে যেন এসে আমার স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ ভাবে সময় কাটায়। তাকে না ধরা পর্যন্ত শান্তি নাই। আমি তাকে ধরতে চাই।
গুরুদেব: ধরিয়ে দেওয়াই তো আমার কাজ। দেব ধরিয়ে। দে আগে হাজার টাকা প্রণামী দে।
হাজার টাকা দিতেই গুরুদেব সে টাকা ট্যাকে গুজে বলল, নে এবার তাহলে আমায় জড়িয়ে ধর।
****
গালে ফুটো
দাড়ি কামানো শেষে জলিল নাপিতকে বললেন—
জলিল: আমাকে এক গ্লাস পানি দিন তো।
নাপিত: খুব পিপাসা পেয়েছে বুঝি?
জলিল: না। মুখে পানি নিয়ে দেখব, গালে কোথাও ফুটো হয়ে গেল কি না!
কেএসকে/জেআইএম