আজকের কৌতুক: আলু ঢেঁড়সের অমর প্রেম
আলু ঢেঁড়সের অমর প্রেম
একবার এক আলু ঢেঁড়সকে ফোন করে বললো—
আলু: আই লাভ ইউ!
ঢেঁড়স: খুব রেগে গেলো। আর বললো তুমি এতো মোটা আর সস্তা, আর আমি এতো স্লিম। তোমার সঙ্গে আমার যায়?
আলুর মন ভেঙে গেল! তখন থেকে আলু সব সবজিকে পটিয়ে নিলো। তারপর হয়ে গেলো আলু-বাঁধাকপি, আলু-বেগুন, আলু-ক্যাপসিকাম, আলু-মটরশুটি, আলু-গাজর, আলু-ছোলা, আলু-মেথি, আলু-টমেটো!
আর ঢেঁড়স সেই থেকে আজও একা আছে!
****
বাকি জীবন ওখানে দাঁড়িয়ে থাকতাম
ফরাসি ভক্তরা সুরকার রসিনির একটি মূর্তি গড়ছিল। একদিন মূর্তিটি দেখানোর জন্য ভক্তরা তাকে নিয়ে গেল। মূর্তিটি দেখে রসিনি জানতে চাইলেন—
রসিনি: মূর্তিটি বানাতে কত খরচ হবে?
ভক্ত: একশ কোটি টাকা।
রসিনি: তার চেয়ে আমাকে পঞ্চাশ কোটি টাকা দিলে আমি বাকি জীবন ওখানে দাঁড়িয়ে থাকতাম।
****
বরযাত্রায় যেতে পারবে তো মন্টু?
মন্টু: দ্যাখ দেখি কাণ্ড! কাল আমার বিয়ে।
শফিক: হুম, তো।
মন্টু: এদিকে মেয়েরবাড়ি থেকে বলেছে বরযাত্রায় খুব বেশি লোক না নিতে। খুবই টেনশনে আছি।
শফিক: কেন? টেনশনের কী আছে?
মন্টু: বাবা আমাকে নিয়ে যাবেন কি না কে জানে!
কেএসকে/এএসএম