ভিডিও EN
  1. Home/
  2. জোকস

আজকের কৌতুক: ভালো পাত্র চেনার উপায়

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:৪৪ এএম, ০৯ নভেম্বর ২০২১

ভালো পাত্র চেনার উপায়
পাত্রীর বাবার কাছে ঘটক এক পাত্রের খোঁজ নিয়ে গিয়েছেন—
পাত্রীর বাবা: ছেলের ব্যবহার কেমন?
ঘটক: খুব ভালো।
পাত্রীর বাবা: তো কেমন ভালো, উদাহরণ দাও শুনি।
ঘটক: এক খুনের মামলায় ১০ বছর জেল হয়েছিল। ব্যবহার দেখেই তো জেল কর্তৃপক্ষ সাজা দুই বছর মকুব করেছে।
পাত্রীর বাবা: ছেলে আমার মেয়েকে যে কখনই ছেড়ে যাবে না, তা কী করে বুঝব?
ঘটক: আপনি নিশ্চত থাকুন। ছেলে এখন পর্যন্ত তার কোনো গার্লফ্রেন্ডকেই ছাড়েনি।

****

কৃপণ বৃদ্ধের কাণ্ড
মৃত্যু শয্যায়ে এক কৃপণ লোক। তার চারপাশে ঘিরে আছে সবাই। এমন সময় বৃদ্ধ বললেন—
বৃদ্ধ: আমার স্ত্রী কোথায়?
স্ত্রী: ওগো, আমি তোমার পাশেই আছি।
বৃদ্ধ: আমার ছেলেমেয়েরা কোথায়?
ছেলেমেয়েরা: এই যে বাবা, আমরা তোমার পাশেই আছি।
কোথায়? সবাই তো এইখানেই আছো। তাহলে পাশের রুমের ফ্যানটা ঘুরতেছে কেন?

****

মাতাল মশা
সন্ধ্যায় স্বামী অফিস থেকে ফিরে একটু বিশ্রাম নিচ্ছিলেন। কিন্তু মশার কামড়ে বসে থাকা দায়—
স্ত্রী: কি করছ?
স্বামী: মশা মারছি।
স্ত্রী: কয়টা মারলে?
স্বামী: পাঁচটা, তিনটি পুরুষ আর দুটি স্ত্রী।
স্ত্রী: কীভাবে বুঝলে?
স্বামী: তিনটা মদের বোতলে বসেছিল, আর দুটা ফোনে।

কেএসকে/জেআইএম

আরও পড়ুন