ভিডিও EN
  1. Home/
  2. জোকস

আজকের কৌতুক: পত্নী শব্দের অর্থ কী

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:৩৮ এএম, ৩১ অক্টোবর ২০২১

পত্নী শব্দের অর্থ কী
রাতে খাওয়া-দাওয়ার পর টিভি দেখতে গিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া বেঁধে গেলো—
স্ত্রী: তুমি একটা মূর্খ।
স্বামী: কেন?
স্ত্রী: তুমি সত্যি এমএ পাস করেছ?
স্বামী: হ্যাঁ। কোনো সন্দেহ আছে?
স্ত্রী: তাহলে পত্নী শব্দের অর্থ জানো না কেন?
স্বামী: জানি না কে বলল?
স্ত্রী: জানলে বলো কী?
স্বামী: যে নিজের পতির পতনের কারণ হয়ে দাঁড়ায় তাকেই তো পত্নী বলে।

****

খাবারের পয়সা দিতে ক্যাশ বাক্স ভেঙেছি
পুলিশ একদিন এক চোরকে খাবার চুরির অপরাধে ধরেছে—
পুলিশ: তুমি বলতে চাও যে তুমি সাত দিন না খেতে পেয়ে বাধ্য হয়ে ঐ খাবারের দোকানে চুরি করেছো?
চোর: জি স্যার।
পুলিশ: আশ্চর্য! তা হলে তুমি খাবার না নিয়ে দোকানের ক্যাশ ভাঙলে কেন?
চোর: পরের দোকানে খাবার খেয়ে পয়সা দেবো না এমন ছোটলোক আমি না।

****

জোকস শেয়ার করে যাবজ্জীবন কারাদণ্ড
জজ সাহেব কোর্ট থেকে বের হওয়ার সময় হো হো করে মাথা দুলিয়ে হাসছিলেন। তাকে দেখে তার এক সহকর্মী জিজ্ঞেস করলেন—
সহকর্মী: এতো কী নিয়ে হাসছো? হয়েছে কী?
জজ: আমি একটু আগে আমাদের গভর্নমেন্টকে নিয়ে খুব মজার একটি জোকস শুনলাম। শোনার পর থেকে হেসেই কূল পাচ্ছি না।
সহকর্মী: তাই নাকি? আমাকেও বল।
জজ: পাগল হয়েছো নাকি? না, না।
সহকর্মী: কেন?
জজ: একটু আগে এই জোকস সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে এলাম।

কেএসকে/এমএস

আরও পড়ুন