আজকের জোকস: বরফ থেকে পানি পড়ে কীভাবে?
বরফ থেকে পানি পড়ে কীভাবে?
রাজিব গভীর মনোযোগ দিয়ে একটি বরফের টুকরার মধ্যে কী যেন খুঁজছেন। অনেকক্ষণ ধরে বরফের টুকরা নিয়ে নাড়াচাড়া করতে দেখে রাজিবের এক বন্ধু বলল, ‘কিরে, বরফের টুকরো নিয়ে এত নাড়াচাড়া করার কী আছে?’ রাজিব বলল, ‘একটা জিনিস খুঁজছি। কিন্তু কিছুতেই সেটা বের করতে পারছি না।’ বন্ধু বলল, ‘তা কী সেই জিনিস?’ রাজিব বলল,
‘আরে বোকা, দেখছিস না, বরফের টুকরোটা দিয়ে অনবরত পানি ঝরছে। কিন্তু কিছুতেই এই পানি ঝরার ছিদ্রটা খুঁজে পাচ্ছি না!’
****
দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে
সজল গেছে ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে। দৌড় প্রায় শুরু হয়ে যাবে। এমন সময় রেফারি ১, ২, ৩ বলে বাঁশিতে ফুঁ দিতেই সবাই দৌড় শুরু করে দিলো। কিন্তু সজল তার জায়গায় দাঁড়িয়ে রইল।
সজলের দাঁড়িয়ে থাকা দেখে রেফারি বললেন, ‘কী ব্যাপার, সবাই দৌড়াচ্ছে, আপনি দাঁড়িয়ে আছেন কেন?’ সজল জবাব দিলো, ‘আপনি তো ১, ২, ৩ বলে বাঁশিতে ফুঁ দিয়েছেন। আর আমি তো ৪ নম্বর প্রতিযোগী। আমার নম্বর তো আপনি বলেননি, তাই আমি দৌড়াব কেন?’
****
দরজা খোলার সহজ উপায়
শান্ত: জিতু, ঘটনা কী? ঘরের পুরো দরজা নিয়ে যাচ্ছ কোথায়?
জিতু: আর বলিস না, দরজাটায় একটু সমস্যা হয়েছে। তাই তালাওয়ালার কাছে যাচ্ছি।
শান্ত: দরজায় সমস্যা হলে তো মানুষ কাঠমিস্ত্রির কাছে যায়। তুই বোকার মতো তালাওয়ালার কাছে যাচ্ছিস কেন, বুঝলাম না তো!
জিতু: আরে, দরজার চাবিটা কোথায় যেন হারিয়ে ফেলেছি। তালা খুলে তো ঘরে ঢুকতে হবে না কি! তাই পুরো দরজা খুলে তালাওয়ালার কাছে নিয়ে যাচ্ছি তালা ভাঙার জন্য। বুঝলি এবার?
এসইউ/জেআইএম