আজকের কৌতুক : প্রকৃত বয়স জানার উপায়
প্রকৃত বয়স জানার উপায়
রুনা: দুলাভাই, আপনার দাঁতগুলো দেখে মনে হয় আপনার বয়স মাত্র বিশ বছর।
দুলাভাই: আর চুল দেখে?
রুনা: চুল দেখে আপনাকে পনেরো বছরের ছোকড়া মনে হয়।
দুলাভাই: তারপর?
রুনা: আপনার চটপটে ভাব দেখে সবাই বলবে আপনার বয়স ষোলো বছর।
দুলাভাই: এসব দেখে আমার প্রকৃত বয়স কত মনে হয়, ছোট গিন্নি?
রুনা: মোট একান্ন বছর।
****
চিড়িয়াখানায় কবর খোঁড়ার কাজ
চিড়িয়াখানার হাতির খাঁচার সামনে দাঁড়িয়ে এক লোক মাথা ঠুকে ঠুকে কাঁদছে। দর্শকরা দেখল, খাঁচার ভেতরে হাতিটা মরে পড়ে আছে।
তাই দেখে একজন বলল, ‘আহা রে! হাতিটার জন্য লোকটার কী মায়া! নিশ্চয়ই ওর দেখাশোনা করত।’ লোকটি তখন কাঁদতে কাঁদতে চেঁচায়, ‘আরে দূর... আমি এই চিড়িয়াখানায় কবর খোঁড়ার কাজ করি!’
****
ব্যাংকের দুই ধরনের আচরণ
প্রথম বন্ধু: আমরা যখন টাকা জমা রাখতে ব্যাংকে যাই; তখন ব্যাংক আমাদের বেশ খাতির-যত্ন করে।
দ্বিতীয় বন্ধু: হ্যাঁ করে।
প্রথম বন্ধু: তবে আমরাই যদি ব্যাংক থেকে টাকা ধার নিতে যাই, ব্যাংক সন্দেহের চোখে তাকায়। বুঝতে চায় যে, আমরা এ ঋণ পাওয়ার যোগ্য কি-না। সত্যি, বড় আশ্চর্য কাণ্ড!
এসইউ/জিকেএস