আজকের জোকস : ছেলেকে গান শেখাতে গিয়ে মামলা!
ছেলেকে গান শেখাতে গিয়ে মামলা!
নান্টুর বাড়িতে এক বন্ধু এসেছেন বেড়াতে-
নান্টু: জানিস, আমার ছেলেটা কিন্তু চমৎকার গাইতে পারে। কই খোকা, চাচ্চুকে একটা গান শোনাও।
খোকা গান শোনাল। গান শেষে উচ্ছ্বসিত নান্টু বলল-
নান্টু: দেখেছিস, কী চমৎকার গায়! ওকে গান শেখাতে গিয়ে আমার কত টাকা খরচ হয়েছে জানিস?
বন্ধু: কেন? প্রতিবেশীদের সঙ্গে মামলা লড়তে হয়েছে বুঝি?
****
বাঁচানোর কথা গোপন রাখার অনুরোধ
প্রচণ্ড দুর্যোগের সময় এক নাবিক জাহাজের সর্দারের জীবন বাঁচালেন-
সর্দার: তুমি আমার জীবন বাঁচিয়েছ। বলো, কীভাবে তোমাকে আমি পুরস্কৃত করতে পারি?
নাবিক: সর্দার, সবচেয়ে ভালো হয়, আপনি যদি ব্যাপারটি গোপন রাখেন।
সর্দার: কেন?
নাবিক: কারণ আমি আপনার জান বাঁচিয়েছি, তা জানতে পারলে অন্য নাবিকরা আমার জান নিয়ে নেবে!
****
গোবর পোড়া গন্ধ আসে কোথা থেকে!
মুক্তিযুদ্ধের সময় বাঙালির আক্রমণে দিশেহারা হয়ে পাকিস্তানের কমান্ডার বললেন-
কমান্ডার: উফ! মুক্তিবাহিনীর বিচ্ছুগুলো আমাদের ঘোল খাইয়ে ছাড়ল। রাগে মাথায় আগুন ধরে যাচ্ছে।
পাকিস্তানি সেনা: তাই তো বলি স্যার, গোবর পোড়া গন্ধ আসে কোথা থেকে!
এসইউ/এএসএম