আজকের কৌতুক : মাঝপথে গাড়ি ধাক্কাতে হবে
মাঝপথে গাড়ি ধাক্কাতে হবে
এক বাস চালক আর এক পাইলট বন্ধুর মধ্যে কথা হচ্ছিল—
বাস চালক: আমি মাঝে মাঝে আমার যাত্রীদের খাটিয়ে নিতে পারি। কিন্তু তুই পারিস না।
পাইলট: কী রকম?
বাস চালক: তুই কি মাঝপথে প্লেন থামিয়ে বলতে পারবি, ‘ভাইয়েরা, একটু নামেন, ধাক্কা দিতে হবে?’
****
হেডলাইট জ্বালিয়ে সিগন্যাল!
দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। দুই ড্রাইভারই প্রচণ্ড উত্তেজিত।
১ম ড্রাইভার: কখন থেকে তোমাকে হেডলাইট জ্বালিয়ে সিগন্যাল দিয়ে বলছি ‘দাঁড়াও দাঁড়াও’! তুমি দেখলেই না!
২য় ড্রাইভার: আমিও তো ওয়াইপার নেড়ে নেড়ে বললাম, ‘কাছে এসো না, কাছে এসো না’! তুমি শুনেছ?
****
সাবধানে গাড়ি চালানোয় সন্দেহ
ট্রাফিক: আপনার ড্রাইভিং লাইসেন্স দেখি।
চালক: কিন্তু স্যার, আমি তো খুব সাবধানে চালাচ্ছিলাম, বেআইনি কোনো কিছু করিনি।
ট্রাফিক: সেজন্যই তো সন্দেহ হচ্ছে।
এসইউ/এমএস