ভিডিও EN
  1. Home/
  2. জোকস

সপ্তাহের রসালাপ : চোরে-চোরে চোরতুতো ভাই

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৯:৫৭ এএম, ২৮ মে ২০২১

প্রতিদিনকার মত গ্রামের একটি নির্দিষ্ট জায়গায় বাজার বসে। সেই বাজারে গ্রামের সবাই যার যার জিনিস বিক্রি করার জন্য সাজিয়ে রাখেন। এভাবেই চলছিল দিনের পর দিন।

একদিন সন্ধ্যাবেলা সবার সব জিনিসই বিক্রি হয়ে গেল। শুধু বিক্রি হলো না কেবল একজনের এক কলসি গুড় আর একজনের এক বস্তা চিড়া।

সবাই যার যার মালামাল বিক্রি করে বাড়ি চলে গেলেন। শেষে তারা দু’জন দু’জনকে ডেকে বললেন, ‘এরপর আর কী করা যায়? আমরা দু’জনে দু’জনের জিনিস বদলিয়ে নিয়েই বাড়ি ফিরি। যখন এর বেশি আমাদের আর ভাগ্যে নাই। এতেই সন্তুষ্ট থাকা ভালো।’

তখন মনের দুঃখে তারা দু’জন পরস্পরের সঙ্গে ওই দুটি জিনিস বদলাবদলি করে বাড়ি ফিরে গেলেন। সে সময় বদলাবদলি করেও জিনিস বিক্রি হতো। দু’জনই ভাবলেন, ‘খুব জিতে গেছি।’ একজন ভাবছেন, ‘আমি ওকে বেশ ঠকিয়েছি।’ আর অন্যজন ভাবছেন, ‘আমি ওকে বেশ ঠকিয়েছি।’

কিন্তু জেতেননি কেউই। যিনি গুড়ের হাঁড়ি নিয়েছিলেন, তিনি বাড়ি গিয়ে দেখেন হাঁড়ির মুখে সামান্য মাত্র গুড়। ভেতরটা বালিতে ভর্তি। আর যিনি চিড়া নিয়েছিলেন, তিনি বাড়ি গিয়ে দেখেন উপরে সামান্য চিড়া নিচে শুধু মাটি।

তখন দু’জনই দু’জনের খোঁজে বের হলেন। গ্রামের মাঝপথে দু’জনের দেখা হয়ে গেল। একজন আর একজনকে বললেন, ‘আমি তো তোমার খোঁজেই বের হয়েছিলাম।’

এই বলে কোলাকুলি করে বললেন, ‘আমাদের যা বুদ্ধি; আমরা দু’জন একসঙ্গে কাজ করলে দুনিয়া লুটে আনতে পারব। আজ থেকে আমরা চোরতুতো ভাই (বন্ধু)। চলো, দু’জনই বেরিয়ে পড়ি। দু’জনের বুদ্ধিতে কত কী করা যায় দেখা যাক। এখানে বসে থেকে কোনো লাভ নেই।’

লেখা ও ছবি: সংগৃহীত

প্রিয় পাঠক, আপনিও অংশ নিতে পারেন আমাদের এ আয়োজনে। আপনার মজার (রম্য) গল্পটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়। লেখা মনোনীত হলেই যেকোনো শুক্রবার প্রকাশিত হবে।

এসইউ/এমএস

আরও পড়ুন