সপ্তাহের রসালাপ : বোকারা প্রচণ্ড আত্মবিশ্বাসী
বিভিন্ন কারণে কখনো কখনো জীবন হয়ে ওঠে রসকষহীন। তাই মাঝে মাঝে একটু হাস্যরসের প্রয়োজন হয়। যদিও মানুষকে হাসানো পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। মনে পাহাড়সম দুঃখ নিয়েও মাঝে মাঝে হাসতে হয়। হাসির তেমন কিছু রসালাপ তুলে ধরছি আজ—
১. মার্কিন অভিনেত্রী প্যারিস হিল্টন বলেছেন, ‘যদি আপনাকে কেউ কখনো কিছু করতে বলে তাহলে এত খারাপভাবে সেটা করুন যে, সেটা যেন আর কখনো আপনাকে করতে না হয়।’
২. মার্কিন অভিনেতা জন ওয়েন বলেছেন, ‘জীবন খুবই কঠিন। আরও কঠিন হয় যদি আপনি হন নির্বোধ।’
৩. মার্কিন কৌতুক অভিনেতা বিল কসবি বলেছেন, ‘আপনি যা ভাবেন, নারীরা তা শুনতে চায় না। নারীরা তা-ই শুনতে চায়, যা তারা ভাবে। আরেকটু গম্ভীর কণ্ঠে।’
৪. জ্যামাইকান রকশিল্পী বব মার্লে বলেছেন, ‘কিছু মানুষ বৃষ্টি অনুভব করে। বাকিরা শুধু ভিজে যায়।’
৫. মার্কিন কবি চার্লস বুকোস্কি বলেছেন, ‘পৃথিবীর সমস্যা হলো বুদ্ধিমানদের মনভরা সন্দেহ আর বোকারা প্রচণ্ড আত্মবিশ্বাসী।’
৬. মার্কিন কৌতুক অভিনেতা ডগ স্টানহোপ বলেছেন, ‘কখনো কি একটি নির্দিষ্ট পানীয় আপনি এতবার খেয়েছেন যে, আপনি সেটা খেয়ে অসুস্থ হয়ে গেছেন এবং আর কখনো খাননি? আমি ঠিক করেছি, এভাবেই আমি পান করা ছাড়ব। একটা একটা করে।’
সূত্র: ইন্টারনেট থেকে সংগৃহীত
প্রিয় পাঠক, আপনিও অংশ নিতে পারেন আমাদের এ আয়োজনে। আপনার মজার (রম্য) গল্পটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়। লেখা মনোনীত হলেই যেকোনো শুক্রবার প্রকাশিত হবে।
এসইউ/এমএস