আজকের জোকস : মাথায় টাক হওয়ার কারণ কী?
মাথায় টাক হওয়ার কারণ কী?
ভাতিজা একদিন তার চাচাকে জিজ্ঞেস করল-
ভাতিজা: চাচা, আপনার মাথায় এত বড় টাক কেন?
এ কথা শুনে চাচা তার ভাতিজার চুল ধরে ইচ্ছেমতো টেনে দিলো। তখন ভাতিজা বলল-
ভাতিজা: চাচা, এটা মুখে বললেই হতো। শুধু শুধু প্রাক্টিক্যাল দেখাতে গেলেন কেন?
****
সূর্যের আলো প্রয়োজন নেই
শিক্ষক: বলো তো, কোনটি আমাদের জন্য অধিকতর গুরুত্বপূর্ণ, সূর্য না চাঁদ?
ছাত্র: চাঁদ, স্যার।
শিক্ষক: কেন?
ছাত্র: স্যার, চাঁদ আমাদের রাতের বেলা আলো দেয়; যখন আমাদের প্রয়োজন হয়। কিন্তু সূর্য দিনের বেলা আলো দেয়; যখন আমাদের প্রয়োজন হয় না।
****
রচনা কমন না পড়ায় কান্না
স্কুলের বার্ষিক পরীক্ষা আরম্ভ হলো। পরীক্ষার হলে এক ছাত্রী জোরে জোরে কাঁদছে-
শিক্ষক: তুমি কাঁদছ কেন?
ছাত্রী: আমার রচনা কমন পড়েনি স্যার।
শিক্ষক: কেন? কী এসেছে?
ছাত্রী: এসেছে ‘ছাত্রজীবন’। কিন্তু স্যার, আমি তো ছাত্রী। ‘ছাত্রজীবন’ লিখবো কীভাবে।
এসইউ/এএসএম