ভিডিও EN
  1. Home/
  2. জোকস

আজকের জোকস : বারাক ওবামাকে দেখার উপায়

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:১০ পিএম, ২৭ মার্চ ২০২১

বারাক ওবামাকে দেখার উপায়
প্রথম বন্ধু: জানিস, বারাক ওবামা আমার বাবার খুবই পরিচিত।
দ্বিতীয় বন্ধু: তাই না-কি! তা আগে বলিসনি তো?
প্রথম বন্ধু: পরিচিত বলতে মাঝে মাঝে দেখা হয়!
দ্বিতীয় বন্ধু: বারাক ওবামা তোর বাবার এত ঘনিষ্ঠ?
প্রথম বন্ধু: আরে দেখা হয় মানে বাবা তাকে প্রায়ই টিভিতে দেখেন!

****

জরিমানার টাকা আদায়ের কৌশল
রমিজের মাথায় চাটি মারার জন্য গ্রামের মোড়ল আজমকে ৫০ টাকা জরিমানা করলেন। আজম বললেন, ‘আমার কাছে ৫০ টাকা নেই। আমি বাড়ি থেকে এনে দিচ্ছি।’

বাড়ি গিয়ে আজম আর ফিরে আসেন না। কয়েক ঘণ্টা পার হয়ে গেলে রমিজ ধৈর্য হারিয়ে ফেলে মোড়লের মাথায় একটি চাটি মেরে বললেন, ‘আমি যাই, আমার সময় নেই। টাকাটা আপনি নিয়ে নিয়েন।’

****

টয়লেট ভেবে ফ্রিজে প্রস্রাব
ছেলে: মা, আমাদের টয়লেটটা অনেক ভালো।
মা: কোনটার কথা বলছো বাবা?
ছেলে: দরজা খুললে লাইট জ্বলে, দরজা বন্ধ করলে লাইট অফ হয়।
মা: ওরে বদের হাড্ডি, তুই আজও ফ্রিজে প্রস্রাব করেছিস!

এসইউ/এএসএম

আরও পড়ুন