আজকের কৌতুক : সুদসহ শ্বশুরের কাছে স্ত্রীকে ফেরত
সুদসহ শ্বশুরের কাছে স্ত্রীকে ফেরত
ছেলে-মেয়ে ও স্ত্রীসহ ফজলু গেলেন শ্বশুরবাড়ি। গিয়ে শ্বশুরের পায়ে সালাম করে বললেন-
ফজলু: আব্বা, আমি সন্ন্যাস নেব স্থির করেছি।
শ্বশুর: সে কী! সন্ন্যাস নেবে কেন?
ফজলু: পরকালের কাজ করবো তাই। যাই হোক, আমি সন্ন্যাস গ্রহণের আগে কারো কাছে কোনো ঋণ রাখব না। সব শোধ করে দিয়ে যাব।
শ্বশুর: আমার কাছে তো তোমার কোনো ঋণ নেই।
ফজলু: আছে। দশ বছর আগে আপনি আমাকে কন্যাদান করেছিলেন। আজ তা সুদসহ ফিরিয়ে দিয়ে গেলাম।
****
বেশি রাত করে বাড়ি ফেরার ফল
ছোট বোন: আপা, রাত ১২টা বাজে। দুলাভাই তো এখনো বাড়িতে আসলো না। মনে হয়, অন্য মেয়েদের নিয়ে স্ফূর্তি করছে।
বড় বোন: একটা থাপ্পর দেবো। সব সময় শুধু নেগেটিভ চিন্তা করিস। রাস্তায় গাড়ির নিচে চাপা পড়ে অ্যাক্সিডেন্টও তো করতে পারে।
****
শেয়ারবাজার থেকে টাকা আয়
স্ত্রী: এই শুনছো?
স্বামী: হ্যাঁ, বলো।
স্ত্রী: শেয়ারবাজার থেকে কীভাবে এক লাখ টাকা তুলে আনা যায়?
স্বামী: খুবই সহজ! তুমি দুই লাখ টাকা বিনিয়োগ করো। তাহলেই এক লাখ টাকা পেয়ে যাবে।
এসইউ/এমএস