আজকের জোকস : জেলখানায় যেভাবে সময় কাটে
জেলখানায় যেভাবে সময় কাটে
তিন অপরাধীকে পাঁচ বছরের জন্য কারাভোগের শাস্তি দেওয়া হয়েছে। বিচারক সদয় হয়ে তাদের একটা সুযোগ করে দিলেন। জেলখানায় সময় কাটানোর জন্য তারা চাইলে সঙ্গে কিছু নিতে পারবেন।
প্রথম অপরাধী সঙ্গে নিলেন একটা খাতা আর কলম। দ্বিতীয়জন সঙ্গে নিলেন একটি রেডিও। আর তৃতীয়জন নিলেন এক বাক্স সিগারেট।
পাঁচ বছর পর প্রথমজন যখন বেরিয়ে এলেন; তখন দেখা গেল, জেলখানায় তার সময় ভালোই কেটেছে। জেলের জীবন নিয়ে তিনি একটি উপন্যাস লিখে ফেলেছেন। দ্বিতীয়জনও আছেন বেশ ফুরফুরে মেজাজে। জেলখানায় গান শুনে তার চমৎকার সময় কেটেছে।
তৃতীয়জন বেরিয়ে এলেন বিধ্বস্ত অবস্থায়। চুল উসকোখুসকো, উন্মাদপ্রায় দশা। বাক্সভর্তি সিগারেট হাতে নিয়ে তিনি কাতরস্বরে বললেন, ‘কারও কাছে একটা দেশলাই হবে?’
****
চুরি করার কৌশল
চুরি করার দায়ে গ্রেফতার হওয়া আসামি কাঠগড়ায় দাঁড়ানো। আইনজীবী তাকে জেরা করছেন-
আইনজীবী: বাড়ির মালিকের চোখের সামনে দিয়ে দিনদুপুরে কীভাবে ল্যাপটপ চুরি করে পালালে তুমি!
আসামি: হুজুর, আপনারা অনেক বড় কাজ করেন, মাইনেও অনেক বেশি। হুদাই আমাগো কায়দা-কৌশল জাইনা কী করবেন?
****
হারমোনিয়াম বাজায় চোর
ঘুমের ঘোরে হঠাৎ কিছুর আওয়াজে ঘুম ভেঙে গেল গৃহকর্তার-
গৃহকর্তা: কে ওখানে?
চোর: আমি চোর।
গৃহকর্তা: ওখানে কী করিস?
চোর: চুরি করছি।
গৃহকর্তা: চুরি করবি তো কর। কিন্তু হারমোনিয়াম বাজাচ্ছিস কেন?
চোর: আমারা যা নেব সব পরখ করে নিতে বলেছেন সর্দার। তাই হারমোনিয়াম বাজিয়ে নিচ্ছি।
এসইউ/জেআইএম