আজকের কৌতুক : ১০০ বছর বাঁচার নিশ্চয়তা
১০০ বছর বাঁচার নিশ্চয়তা
এক লোক নিজের আয়ু সম্পর্কে জানতে জ্যোতিষীর কাছে গেলেন-
ভদ্রলোক: আমার আয়ু সম্পর্কে কী বলবেন?
জ্যোতিষী: আপনি নিশ্চিত ১০০ বছর বাঁচবেন।
ভদ্রলোক: যদি এর আগে মরে যাই?
জ্যোতিষী: তাহলে মূল্য ফেরত নিয়ে আমায় জুতাপেটা করবেন!
****
যা খালি চোখে দেখা যায় না
শ্রেণিকক্ষে বিজ্ঞান ক্লাসে চিত্র আঁকতে দিলেন শিক্ষক-
শিক্ষক: তোকে তো ব্যাকটেরিয়ার চিত্র আঁকতে বলেছিলাম।
ছাত্র: এঁকেছি তো স্যার।
শিক্ষক: কই, তুই তো দিলি সাদা কাগজ। কেন?
ছাত্র: স্যার, আমি তো ঠিকই ব্যাকটেরিয়ার চিত্র এঁকেছি। কিন্তু আপনি তো তা খালি চোখে দেখতে পারবেন না।
****
চুরি করা শাড়ি ফেরত দিলো চোর
এক চোর একটি দোকান থেকে একটি শাড়ি চুরি করে ২য় দিন আবার সেই দোকানে এসে ধরা পড়ে-
দোকানদার: তোমার সাহস তো কম না, গতকাল শাড়ি চুরি করে আজ আবার এসেছো চুরি করতে?
চোর: না, আমি চুরি করতে আসি নাই।
দোকানদার: তবে কেন এসেছো?
চোর: আমি গতকাল যে শাড়িটা নিয়েছিলাম, তা আমার বউয়ের পছন্দ হয় নাই। তাই আজ এসেছিলাম শাড়িটা বদলাতে।
এসইউ/এএ/জেআইএম