ভিডিও EN
  1. Home/
  2. জোকস

আজকের কৌতুক : বাংলাদেশে কাকের সংখ্যা কত?

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:৫৮ এএম, ১৫ অক্টোবর ২০২০

বাংলাদেশে কাকের সংখ্যা কত?
এক শিক্ষক ছাত্রকে জিজ্ঞেস করলেন–
শিক্ষক: আচ্ছা বলো তো, বাংলাদেশে কাকের সংখ্যা কত?
ছাত্র: কেন স্যার ৯,৯৯৯টি!
শিক্ষক: তুমি কি সিওর?
ছাত্র: জ্বি স্যার! যদি গণনায় এর থেকে কম হয়, তাহলে মনে করবেন বাংলাদেশ থেকে কিছু কাক ভারতে বেড়াতে গেছে। আর যদি বেশি হয়, তাহলে মনে করবেন ভারত থেকে কিছু কাক এ দেশে বেড়াতে এসেছে।

****

ছেলেদের নতুন ফেয়ারনেস ক্রিম
একটি মাল্টি-ন্যাশনাল কোম্পানি ছেলেদের জন্য তাদের নতুন ফেয়ারনেস ক্রিম বাজারে ছাড়বে। কিন্তু তারা বুঝতে পারছিল না যে, তাদের বিলবোর্ড শহরের কোন জায়গায় লাগালে তা রূপ-সচেতন ছেলেদের চোখে পড়বে।

অনেক চিন্তা-ভাবনার পর তারা বড়-বড় শহরের গার্লস স্কুলগুলোর সামনে সেগুলো লাগিয়ে দিলো।

****

হকারের কাছে গেলেই ৫০০
এক হকার পথে দাঁড়িয়ে জোরে জোরে বলছিল–
হকার: আইসেন না ভাই, আইসেন না। আসলেই ৫০০ টাকা।

এমন চেচামেচি শুনে একলোক বলেন–
পথচারী: মানেটা কি ভাই?
হকার: আগে ৫০০ টাকা দেন, তারপর মানে কইতাছি।

এসইউ/এএ/পিআর

আরও পড়ুন