ভিডিও EN
  1. Home/
  2. জোকস

আজকের জোকস : চল্লিশ বছরেও বিয়ে না করার কারণ

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:৩৫ এএম, ১২ অক্টোবর ২০২০

চল্লিশ বছরেও বিয়ে না করার কারণ
চল্লিশ বছর পার হয়ে গেছে রফিকের। তবুও বিয়ে করেননি তিনি। একদিন তার বন্ধু এর কারণ জিজ্ঞেস করলেন-
বন্ধু: তুমি এখনো বিয়ে করছো না কেন?
রফিক: সারা জীবন আমি একটা পারফেক্ট মেয়ের খোঁজ করছিলাম।
বন্ধু: তা একটিও পাওনি এখনো?
রফিক: পেয়েছিলাম একটি। কিন্তু সে আবার একটা পারফেক্ট ছেলের অপেক্ষায় আছে।

****

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অলসতা কাকে বলে?
কলেজে ইয়ার ফাইনাল পরীক্ষা চলছে। প্রশ্নে যে রচনা এসেছে তার বিষয় ‘অলসতা’।

এক মেধাবী ছাত্র প্রথম ১০ পৃষ্ঠা খালি রেখে ১১ নম্বর পৃষ্ঠায় লিখে দিয়ে এলো- ‘একেই বলে অলসতা’।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

****

পাগলাগারদে পাগলের কাণ্ড
পাগলাগারদে এক পাগল ছাদের সাথে দড়ি লাগিয়ে ঝুলছিল। এটা দেখে ডাক্তার বললেন-
ডাক্তার: ওই, তুই ঝুলিস কেন?
পাগল: আমি তো বাল্ব!
ডাক্তার: তাহলে জ্বলিস না কেন?
পাগল: আরে পাগল, এখন তো লোডশেডিং। কারেন্ট পামু কই?

বিজ্ঞাপন

এসইউ/এএ/জেআইএম

আরও পড়ুন

বিজ্ঞাপন