ভিডিও EN
  1. Home/
  2. জোকস

আজকের জোকস : বাসর রাতে স্ত্রীকে যা বলল স্বামী

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:৫৪ এএম, ২৩ সেপ্টেম্বর ২০২০

বাসর রাতে স্ত্রীকে যা বলল স্বামী
বাসর রাতে পল্টু তো খুব দ্বিধায় পড়ে গেল! স্ত্রীর সাথে কী কথা বলবে সে? আধা ঘণ্টা অনেক চিন্তা-ভাবনা করল। তারপর হুট করেই তার স্ত্রীকে বলল-
পল্টু: আপনার বাসার লোকেরা কি জানে?
স্ত্রী: কী জানবে?
পল্টু: আজকে যে আপনি এখানে থাকবেন।

****

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জেব্রাকে গাধা ভেবে বেদম মার
লাল্টুকে একটি গাধা হঠাৎ করে একটা লাথি দিয়ে ছুটে পালাল। লাল্টুও সাথে সাথে গাধাটাকে ধরতে পেছন-পেছন ছুটল! একটু দূরে গিয়েই একটা জেব্রাকে দেখতে পেয়ে সেটাকে ধরে ফেলল।

এবার ওই জেব্রাকে বেদম মার দিতে দিতে বলল, ‘শালা! ট্র্যাকস্যুট পরে আমাকে ধোঁকা দিবি? আমাকে কি তোর মতো গাধা পাইছোস।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

****

দাঁতের পোকা তাড়ানোর উপায়
এক লোকের দাঁত পোকায় খেয়ে ফেলছে! সে ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার বলল-
ডাক্তার: আজ থেকে চার দিন সকাল-সন্ধ্যা দুধ ও বিস্কুট খাবেন। ৫ম দিন শুধু দুধ খাবেন। তাহলে পোকা অবশ্যই বের হয়ে যাবে শতভাগ গ্যারান্টি!

বিজ্ঞাপন

তারপর লোকটি চার দিন সকাল-সন্ধ্যা দুধ ও বিস্কুট খেল। ৫ম দিন শুধু দুধ খেল। এরপরই দাঁত থেকে পোকা বের হয়ে বলল, ‘আজকে কি বিস্কুট নাই?’

এসইউ/এএ/জেআইএম

আরও পড়ুন

বিজ্ঞাপন