আজকের কৌতুক : জাল টাকার ভুল নোট!
জাল টাকার ভুল নোট!
এক লোকের পেশা জাল টাকা বানানো। টাকা বানাতে বানাতে সে ভুলে ১৪ টাকার একটি জাল নোট বানিয়ে ফেলল। সে এটি দিয়ে কী করবে চিন্তা করতে লাগল।
একদিন পাশের দোকানে গিয়ে বলল, ‘ভাই, এই ১৪ টাকার নোটের খুচরা হবে?’ দোকানদার বলল, ‘হবে।’ দোকানদার তাকে ১৪ টাকার খুচরা দিয়ে দিলো।
লোকটি খুচরা নিয়ে আনন্দে গান গাইতে গাইতে বাসায় এলো। পরে বের করে দেখলো ওই দোকানদার তাকে ৭ টাকার দুটি নোট দিয়ে দিয়েছে।
****
বিয়ে মানেই আজীবন আফসোস
১ম বন্ধু: বিয়েটা কেমন জানিস?
২য় বন্ধু: নাহ, কেমন?
১ম বন্ধু: এটা হচ্ছে ধর, রেস্টুরেন্টে গিয়ে তুই অর্ডার দিবি একটা খাবার, ওটা তোর টেবিলেও আসবে। কিন্তু ওটা মুখে দিয়েই তোর নজর চলে যাবে পাশের টেবিলের ভদ্রলোকের প্লেটের দিকে। তোর শুধু মনে হতে থাকবে, ওটাই তোর অর্ডার দেওয়া উচিত ছিল।
****
আয়নায় নিজেকে কেমন লাগে?
১ম জন: আয়নায় নিজের চেহারা দেখে আমি কনফিউজড।
২য় জন: মানে?
১ম জন: মাঝে মাঝে দেখে মনে হয় আমি দেখতে ‘বেশ’। আবার মাঝে মাঝে দেখে মনে হয় আমি দেখতে ‘খারাপ’। আসলে আমি দেখতে কেমন?
২য় জন: তোমার মধ্যে আসলে দু’টো দিকই আছে।
১ম জন: কী রকম?
২য় জন: তুমি দেখতে ‘বেশ খারাপ’।
এসইউ/এএ/জেআইএম