ভিডিও EN
  1. Home/
  2. জোকস

আজকের কৌতুক : জ্যাম আর জেলির পার্থক্য

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:৩৮ এএম, ২৪ আগস্ট ২০২০

জ্যাম আর জেলির পার্থক্য
কলেজের বেশিরভাগ শিক্ষার্থী দেরি করে আসে। তাই একদিন শ্রেণিকক্ষে শিক্ষক জানতে চাইলেন-
শিক্ষক: গাড়ির ভিড়ে রাস্তা আটকে যাওয়াকে কী বলে?
শিক্ষার্থী: জ্যাম।
শিক্ষক: আর রাস্তা পরিষ্কার থাকলে?
শিক্ষার্থী: অ্যা… ইয়ে… বোধ হয় জেলি, স্যার।

****

কৃপণরা যেভাবে আপ্যায়ন করে
পল্টু খুবই কৃপণ। একদিন তার বাড়িতে হাজির হলো তার বন্ধু রফি-
রফি: কিরে পল্টু, তোর বাড়িতে এলাম, কিছু খাওয়াবি না?
পল্টু: কী খেতে চাস, বল। ঠান্ডা না গরম?
রফি: নিয়ে আয়, ঠান্ডা গরম দুটাই খাবো।
পল্টু: কই রে লাল্টু, ফ্রিজ থেকে এক গ্লাস ঠান্ডা পানি আর চুলা থেকে এক গ্লাস গরম পানি নিয়ে আয়!

****

জাহাজে কাজ করলে যা হয়
দুই বন্ধুর অনেক বছর পর দেখা। ১ম বন্ধু বামে-ডানে হেলে-দুলে হাঁটছে দেখে ২য় বন্ধু অবাক হয়ে জিজ্ঞেস করলো–
২য় বন্ধু: কিরে, তুই এভাবে বামে-ডানে হেলে-দুলে হাঁটছিস কেন?
১ম বন্ধু: আরে বেটা, ১৪ বছর জাহাজে কাজ করেছি। জাহাজ তো সারাক্ষণ সাগরে হেলে-দুলে চলে। আমরাও তখন হেলতে-দুলতে থাকি। এখন সেটা অভ্যাস হয়ে গেছে। জাহাজে না থাকলেও বামে-ডানে হেলে-দুলে চলি।

এসইউ/এএ/পিআর

আরও পড়ুন